এক ঘণ্টার বৃষ্টি, সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত! প্রাণ কাড়ল ১২ জনের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 12, 2021 | 12:58 AM

Rajasthan: জয়পুরের পাশাপাশি কোটা, ধলপুর, বারাং, ঝালাবাড়েও এদিন মুহুর্মুহু বাজ পড়েছে।

এক ঘণ্টার বৃষ্টি, সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত! প্রাণ কাড়ল ১২ জনের
ফাইল চিত্র।

Follow Us

রাজস্থান: সন্ধ্যার পর হঠাৎই তুমুল বৃষ্টি আর বজ্রপাত। সেই বাজ পড়ে মৃত্যু হল ১২ জনের। আহত ৩৫ জনেরও বেশি। রবিবার জয়পুরের আমির প্যালেসের কাছে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন তিনি।

আহতদের জয়পুরে এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরের পাশাপাশি কোটা, ধলপুর, বারাং, ঝালাবাড়েও এদিন মুহুর্মুহু বাজ পড়েছে। এদিন ঘটনার পরই টুইটারে শোক প্রকাশ করেন অশোক গেহলট। লেখেন, ‘কোটা, ঢোলপুর, ঝালাবাড়, জয়পুর, বারাংয়ে এদিন বজ্রপাতে যে মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর পরিজনদের শক্তি দিন।’ আরও পড়ুন: অকাতরে ঘুমোচ্ছিল মা, বাবা, ছেলে, মাঝ রাতে তুমুল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! মুহূর্তে শেষ তিনটি প্রাণ…

মৌসম ভবনের রেকর্ড অনুযায়ী, রবিবার এক ঘণ্টায় জয়পুরে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০২০ সালে গোটা মাসজুড়ে যে বৃষ্টি হয়েছিল তার থেকে এদিনের এক ঘণ্টার বৃষ্টির পরিমাণ অনেক বেশি। গত বছর জুলাইয়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪০.৪ মিলিমিটার।

Next Article