Corona Outbreak: ১৫ হাজারের নীচেই সংক্রমণ, একদিনে কমল মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2021 | 12:23 PM

Corona Cases: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন।

Corona Outbreak: ১৫ হাজারের নীচেই সংক্রমণ, একদিনে কমল মৃত্যু
বাংলায় ফের বাড়ল করোনা সংক্রমণ। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: পনেরো হাজারের নীচেই রয়েছে করোনা (Corona) সংক্রমণ। গতকালের তুলানায় সামান্য কমলেও খুব বেশি হেরফের হয়নি সংক্রমণ গ্রাফে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৮৮৫ জন। এদিকে, করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা খানিকটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ১৬৫ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৭ লাখ ২৪ হাজার ৯৫৯ জন।

চলতি সপ্তাহে দেশে উত্তোরোত্তর বেড়ছিল মৃত্যুর সংখ্যা। যথেষ্ঠ আতঙ্ক বাড়িয়েছিল গোটা দেশে। এদিকে, ওঠা-নামা করছে দেশের মৃত্যুর গ্রাফ। কখনও বেড়ে যাচ্ছে সংখ্যাটা কখনও আবার তা একধাক্কায় কমে যাচ্ছে। গতকাল প্রায় ৪০০ ছুঁয়েছিল সংক্রমণ। আজ তা অনেকটাই কমে গিয়েছে দাঁড়িয়েছে ২২১।

এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ রয়েছে কেরলে (Kerala)। এদিন নতুন করে প্রায় ৭ হাজার ৫৪৫ জনের সংক্রমণের হদিশ মিলেছে শরীরে। মৃত্যু হয়েছে ১৩৬ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ১ হাজার ১৪১ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ৩২ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৬১ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গনা এবং অন্ধ্র প্রদেশ সংক্রমণের নিরিখে এগিয়ে।

তবে উত্তর প্রদেশের মতো বড় রাজ্য নিয়ন্ত্রণেই রয়েছে আক্রান্তের সংখ্যা। করোনা বুলেটিন অনুযায়ী সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ৭ জন। রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা খানিকটা নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৭ জন। আবার মিজ়োরামের মতো ছোটো রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০৮ ছুঁইছুই। মৃত্যু হয়েছে ৩ জনের।

এদিকে, রাজ্যে একদিনের সংক্রমণ সেই ৯০০ পার বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯১৮ জন। আলোর রোশনাইয়ে যখন ভাসছে কলকাতা থেকে প্রতিটি জেলা। স্বাস্থ্য দফতরের বুলেটিনে তখনও সংক্রমণের অন্ধকার। একদিনে করোনা প্রাণ কাড়ল ১৪ জনের। পজিটিভিটি রেট ২.২২ শতাংশ।তাৎপর্যপূর্ণ ভাবে মৃত ১৪ জনের মধ্যে ৫ জনই কলকাতার, আরও পাঁচজন উত্তর ২৪ পরগনার। এ ছাড়াও নদিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে সংক্রমণের বলি হয়েছেন ১ জন করে।

করোনাকে রুখতে টিকাকরণের উপর বারবার নজর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬৫ হাজার ২৭৬ জনের টিকাকরণ হয়েছে। মোট টিকা দেওয়া হয়েছে ১০৭ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১১৬ জন।

আরও পড়ুন: Sujan Chakraborty on Subrata Mukherjee: সুব্রতদা রাজনীতির এক বর্ণময় চরিত্র,মিশুখে রস বোধ সম্পন্ন নেতা!

আরও পড়ুন: Ashok Bhattacharya On Subrata Mukherjee: ‘আমাদের খতম করার চেষ্টার অন্যতম অভিযুক্ত সুব্রতও, তবু মেয়রের ব্যবহারে আপ্লুত’

Next Article