Physical Assault: হোটেলে ডেকে কিশোরীকে ‘গণধর্ষণ’, পরিত্রাতাই ফের ধর্ষণ করে বিক্রি করে দিল আরেকজনের কাছে!
Crime News: ১৪ বছরের এক কিশোরী বাড়ি থেকে বের হয় কোচিংয়ে যাওয়ার জন্য। সঙ্গে তাঁর প্রেমিকও ছিল। কিন্তু কোচিংয়ে নিয়ে যাওয়ার নামেই তাঁকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই রাতভর কিশোরীর উপরে চলে অকথ্য অত্যাচার। অভিযুক্তের সঙ্গে পাশবিক অত্য়াচারে সামিল হয় তাঁর দুই বন্ধুও।
পটনা: মেসেজ করে একসঙ্গে কোচিং ক্লাসে যাওয়ার কথা বলেছিল বয়ফ্রেন্ড। তাঁর সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল ১৪ বছরের কিশোরী। কিন্তু কোচিংয়ে যাওয়ার বদলে কিশোরীকে হোটেলে নিয়ে যায় তাঁর প্রেমিক। সেখানেই ওই কিশোর ও তাঁর দুই বন্ধু মিলে গণধর্ষণ করে নবম শ্রেণির পড়ুয়াকে। দুঃখে-লজ্জায় নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিশোরী। ঠিক সময়ে এক ব্যক্তি এসে তাঁকে নদীতে ঝাঁপ দেওয়া থেকে আটকায়। কিন্তু সেই ‘ত্রাতা’ই যে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটাবে, তা কল্পনাও করতে পারেনি কিশোরী। গোটা ঘটনাটি জানলে বাধ্য হবেন শিউরে উঠতে।
ঘটনার শুরু হয় বিহারের জেহানাবাদ থেকে। গত ৩ নভেম্বর ১৪ বছরের এক কিশোরী বাড়ি থেকে বের হয় কোচিংয়ে যাওয়ার জন্য। সঙ্গে তাঁর প্রেমিকও ছিল। কিন্তু কোচিংয়ে নিয়ে যাওয়ার নামেই তাঁকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই রাতভর কিশোরীর উপরে চলে অকথ্য অত্যাচার। অভিযুক্তের সঙ্গে পাশবিক অত্য়াচারে সামিল হয় তাঁর দুই বন্ধুও।
ধর্ষণের পর অভিযুক্তরা কিশোরীরা হোটেলে ফেলে রেখেই পালিয়ে যায়। এদিকে গোটা ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে কিশোরী। সামনেই একটি নদীতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। শেষ মুহূর্তে তাঁকে বাঁচিয়ে নেয় এক যুবক। ওই নবম শ্রেণির পড়ুয়ার কাছে জানতে চান কেন সে আত্মহত্যা করতে চাইছে। কিশোরী সবকিছু খুলে বলার পর ওই যুবক তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় এবং বাড়ি নিয়ে আসে। কিন্তু সেখানে গিয়ে ওই যুবকেরও লালসার শিকার হয় কিশোরী। পরের দিন ওই যুবকের এক বন্ধু আসে। সেও ধর্ষণ করে কিশোরীকে। এভাবেই লাগাতার ধর্ষণের পর কিশোরীকে মধ্য় প্রদেশের এক ব্যক্তির কাছে দেড় লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় অভিযুক্ত যুবক। ওই ব্যক্তিও নিত্যদিন যৌন চাহিদা মেটাত কিশোরীকে দিয়ে।
সম্প্রতিই বাচপান বাঁচাও আন্দোলন নামক একটি সংস্থা কিশোরীকে উদ্ধার করে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনায় এখনও অবধি তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।