AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court Verdict on SSC Scam: শুক্রবার থেকে স্কুলে যোগ দেবেন কতজন শিক্ষক? ‘দরজা বন্ধ’ রইল কত সংখ্যকের জন্য? জানুন বিস্তারিত

Supreme Court Verdict on SSC Scam: সুপ্রিম কোর্ট মনে করেছে , সব থেকে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ-সি (Group C) গ্রুপ-ডি (Group D) নিয়োগে। সেই কারণে আপাতত এই ন'মাস তাঁদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি।

Supreme Court Verdict on SSC Scam: শুক্রবার থেকে স্কুলে যোগ দেবেন কতজন শিক্ষক? 'দরজা বন্ধ' রইল কত সংখ্যকের জন্য? জানুন বিস্তারিত
কী বলল সুপ্রিম কোর্ট?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 1:41 PM
Share

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। এতজনের একসঙ্গে চাকরি গেলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানো যাবে। তবে কাজে যোগ দিতে পারবেন না Group-C এবং Group-D কর্মীরা। অর্থাৎ, ‘যোগ্য’ শিক্ষকরা স্কুলে গেলেও যেতে পারবেন না শিক্ষাকর্মীরা। তাহলে মোট কতজন শিক্ষক যাবেন স্কুলে?

এর আগে চাকরিচ্যুত হয়েছিলেন মোট চাকরি ২৫ হাজার ৭৫৩ শিক্ষক-শিক্ষাকর্মী। সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী চিহ্নিত অযোগ‍্যের সংখ্যা ৬ হাজার ২৭৬। চিহ্নিত অযোগ‍্য নন এমন শিক্ষাকর্মী ৩ হাজার ৩৯৩ জন। অর্থাৎ আগামী ৯ মাস স্কুলে যাবেন ১৬ হাজার ৮৪ জন শিক্ষক-শিক্ষিকা। এই সকল শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন।পরবর্তীতে সকলকে (শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩) পরীক্ষা দিতে হবে। যোগ‍্য বিবেচিত হলে। ১ জানুয়ারি ২০২৬ থেকে স্কুলে যেতে পারবেন। না হলে কাজে যোগ দিতে পারবেন না।

কেন আপাতত কাজে যোগ দিতে পারছেন না শিক্ষাকর্মীরা?

সুপ্রিম কোর্ট মনে করেছে , সব থেকে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ-সি (Group C) গ্রুপ-ডি (Group D) নিয়োগে। সেই কারণে আপাতত এই ন’মাস তাঁদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি।

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “চিহ্নিত অযোগ্য হননি এমন শিক্ষকরা যাবেন না। ৩১মের মধ্যে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হবে। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি।”