Corona Update: সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মৃত্যু!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 29, 2021 | 12:03 PM

Corona Update: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন।

Corona Update: সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মৃত্যু!
দেশে নিয়ন্ত্রণে সংক্রমণ (প্রতীকী ছবি)

Follow Us

নিউ দিল্লি: গতকালের পর আবারও ২০ হাজারের নীচেই থাকল করোনা গ্রাফ(Corona)। গত বছরের শুরুর দিকে ভারতে(India) থাবা বসায় করোনা। তারপর থেকে কিছুতেই রেহাই মিলছিল না অদৃশ্য শত্রুর থেকে। প্রথম তরঙ্গের পর কিছুটা আশার আলো দেখেছিল ভারত। কিন্তু দ্বিতীয় তরঙ্গে আরও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করে অতিমারি । চলতি বছরের মার্চ-এপ্রিল মাস থেকে যে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরু হয়েছিল, তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলেই মত বিশেষজ্ঞদের।

গতকাল প্রায় ৭ মাস পর প্রথমবার ২০ হাজারের নীচে নামে করোনার সংক্রমণ। এরপর আজও সেই সংখ্যাটা কুড়ি হাজারের নীচেই । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন। গতকাল সেই সংখ্যাটা ১৮ হাজার ৭৯৫ জন।

এদিকে আবার করোনাকে হারিয়েকে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সামান্য বাড়ল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ১৭৮ জন। ওঠা-নামা করছে মৃত্যুর গ্রাফ। গতকালের তুলনায় আজ এক ধাক্কায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭৮

তবে কেরলে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে সেখানে ১১ হাজার ১৯৬ জনের শরীরে সংক্রমণ মিলেছে। বেশ কয়েক মাস ধরে সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা অনেক কম হয়েছে। এবার দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩০ জন। অন্যদিকে কর্নাটকে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২৯।

আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এখনও ৭০০ আশেপাশে ঘোরাঘুরি করছে এই রাজ্যের সংক্রমণ গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০৮। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৬৪ জনের।

এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে দৈনিক মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১১ জন। বিগত দু’সপ্তাহ ধরে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ এর নীচেই রয়েছে। তবে মোট মৃতের সংখ্যা ২২ হাজারের আশে পাশেই ঘোরাঘুরি করছে। অন্যদিকে, রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৯ জন।

অন্যদিকে, গত কয়েকদিন ধরে ভাবাচ্ছিল মিজ়োরামের সংক্রমণের গ্রাফ। এখনও সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ভাবাচ্ছে দেশকে। গত ২৪ সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮০ জন।

টিকাকরণের হার বাড়িয়ে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রেণে রাখার চেষ্টা চলছে দেশজুড়ে। গত ২৪ ঘণ্টায় ৫৮ লাখ ১৩ হাজার ৩৩২ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৮৭কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ৪৯০ জনকে টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Kolkata House Collapsed: আহিরীটোলায় বাড়ি ভেঙে মৃত্যু ৩ বছরের শিশু-সহ ২ জনের, ৮ ঘণ্টায় শেষ উদ্ধারকাজ

Next Article