AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi: সহপাঠীদের গণধর্ষণের শিকার দিল্লির দুই ছাত্র, মুখে কুলুপ আঁটতে বললেন শিক্ষকরা

Delhi govt school students: পুরো ঘটনাটা জেনেও, শিক্ষকরা চেপে যেতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছে তারা। এই বিষয়ে দুটি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন।

Delhi: সহপাঠীদের গণধর্ষণের শিকার দিল্লির দুই ছাত্র, মুখে কুলুপ আঁটতে বললেন শিক্ষকরা
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 3:33 PM
Share

নয়া দিল্লি: সরকারি স্কুলগুলি নিয়ে প্রায়শই গর্ব করে থাকেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ দিল্লির আপ সরকারের মন্ত্রীরা। দিল্লির এমনই এক সরকারি স্কুলে, দুই কিশোরকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল তাদের সহপাঠীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল গত এপ্রিল মাসে, স্কুলের সামার ক্যাম্প চলাকালীন। সম্প্রতি, ১২ এবং ১৩ বছর বয়সী দুই ছাত্র এই ঘটনা বিষয়ে মুখ খুলেছে। পুরো ঘটনাটা জেনেও, শিক্ষকরা চেপে যেতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছে তারা। এই বিষয়ে দুটি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছে আপ এবং বিজেপি।

দিল্লি পুলিশ জানিয়েছে, স্কুলটি অবস্থিত উত্তর-পশ্চিম দিল্লির রোহিণী এলাকায়। গত এপ্রিলে স্কুলের ছাত্রদের নিয়ে একটি সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ১৩ বছরের এক ছাত্রের অভিযোগ, সামার ক্যাম্প চলাকালীন, ৫ থেকে ৬ জন সহপাঠী তাকে জোর করে কাছের এক নির্জন পার্কে নিয়ে গিয়েছিল। তারপর, সেখানে তার যৌন হেনস্থা করা হয়। সাতদিন ধরে নিয়মিত অত্যাচার চলে। ১২ বছরের ছাত্রটিও একই ছাত্রদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছে। সামার ক্যাম্প চলাকালীনই তাকে শৌচাগারে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল। যৌন হেনস্থার কথা অন্য কাউকে না জানানোর বিষয়ে দুজনকেই হুমকি দেওয়া হয়েছিল। ১২ বছরের ছাত্রটি আরও জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে ফের তাঁকে স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়।

শুধু তাই নয়, দুই ছাত্রেরই অভিযোগ, শিক্ষকদের জানিয়েও কোনও সুরাহা হয়নি। বরং, তাদের এই ঘটনা চেপে যেতে বলা হয়েছিল। ১৩ বছরের ছাত্রটির দাবি, গত সপ্তাহে সে স্কুলের দুই শিক্ষককে বিষয়টি জানিয়েছিল। কিন্তু, তাঁরা বিষয়টি পুলিশে না জানানোর নির্দেশ দিয়েছিলেন। ১২ বছরের ছাত্রটির দাবি, গত জুলাই এবং অগস্ট মাসে, সেও স্কুলের দুই শিক্ষককে যৌন হেনস্থার কথা জানিয়েছিল। অভিযোগ জানানো তো দূরের কথা, বিষয়টি নিয়ে কারও সঙ্গে আলোচনা করতেই নিষিদ্ধ করেছিলেন ওই দুই শিক্ষক। এমনকি, তার মা যখন এই বিষয়ে স্কুলে কথা বলতে গিয়েছিলেন, তাঁকেও একই কথা জানিয়েছিলেন প্রধান শিক্ষক।

শেষ পর্যন্ত রবিবার (২৭ অগস্ট) পুলিশে অভিযোগ জানিয়েছেন দুই ছাত্রেরই বাবা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই নাবালক। তাদের এক শিশু কল্যাণ সমিতির সামনে পেশ করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে একটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে দিল্লি সরকারও। কোনও শিক্ষক বা স্কুলের কর্মী ঘটনৈাটি জেনেও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানান, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দিল্লির স্কুলগুলির মাধ্যমে সারা দেশে শিক্ষার এক মাণদণ্ড স্থাপন করাই তাদের লক্ষ্য। চারিত্রিক উন্নতি তা বাইরে নয়।

তবে, এই ঘটনর প্রেক্ষিতে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশীর ইস্তফা দাবি করেছে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব জানিয়েছেন, দিল্লি সরকার খালি দাবি করে, “তারা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা পরিকাঠামো গঠন করেছে। শিক্ষার সেরা পরিবেশ তৈরি করেছে। আসলে সত্যিটা হল, আপ সরকারের আমলে দিল্লির সরকারি স্কুলগুলির অবস্থার ক্রমাবনতি হয়েছে।”

শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!