J&K Encounter: ঘরে ঢুকেই দুই মেয়েকে বন্দি বানিয়েছিল ওরা! উত্তেজনায় ভরা এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 17, 2021 | 1:30 PM

2 Hostage Rescued during Kulgam Encounter: সেনার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এনকাউন্টার অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মৃত দুই জঙ্গির নাম আমির বসির দার ও আদিল ইউসুফ শান। দুইজনই জম্মু-কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

J&K Encounter: ঘরে ঢুকেই দুই মেয়েকে বন্দি বানিয়েছিল ওরা! উত্তেজনায় ভরা এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি
জোড়া এনকাউন্টারে খতম ৫ জঙ্গি। প্রতীকী চিত্র।

Follow Us

শ্রীনগর: অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়ছিল কেউ। শব্দ শুনে দরজা খোলাটাই ভুল হয়েছিল। কারণ দরজা খুলতেই বন্দুক দেখিয়ে ঘরের ভিতর ঢুকে পড়েছিল দুই জঙ্গি। সেনার গুলি থেকে রক্ষা পেতে বন্দিও বানিয়েছিল বাড়ির দুই মেয়েকে। তবে শেষ অবধি হার মানতেই হল জঙ্গিদের (Terrorists)। নিরাপত্তা বাহিনীর (Security Forces) গুলিতে নিকেশ করা হয়েছে দুই লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গিকে।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের (Jammu-Kashmir Police) তরফে টানটান উত্তেজনাপূর্ণ এই এনকাউন্টার অভিযানের কথা জানানো হয়। জম্মু-কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায় রেদওয়ানি এলাকায় তল্লাশি অভিযান চলাকালীনই এক স্থানীয় বাসিন্দার বাড়িতে জোর করে ঢুকে পড়ে ওই জঙ্গিরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলেই রেদওয়ানি বালা এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপরই পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফের একটি দল সেখানে তল্লাশি অভিযান শুরু করে। এক পুলিশ আধিকারিক জানান, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই এলাকা ফাঁকা করার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের গোপনে বাড়ি থেকে বের করে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়। পাশাপাশি লুকিয়ে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু জঙ্গিদের তরফে গুলির মাধ্যমেই জবাব দেওয়া হয়।

এরপরই বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। সেই সময়ই দুই জঙ্গি এক স্থানীয় বাসিন্দার বাড়িতে জোর করে ঢুকে পড়ে। সেনা যাতে গুলি না চালায়, তার জন্য ওই পরিবারের দুটি মেয়েকে বন্দি বানায় জঙ্গিরা। তাদের ঢাল বানিয়েই পালানোর চেষ্টাও করে তারা। তবে যৌথ বাহিনীর তৎপরতায় ওই বাড়িতে ঢুকে দুই কিশোরীকে জঙ্গিদের উদ্ধার করে, তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরে সেনার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এনকাউন্টার অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মৃত দুই জঙ্গির নাম আমির বসির দার ও আদিল ইউসুফ শান। দুইজনই জম্মু-কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আদিল কুলগামের সুরসানো হাতিপোরার বাসিন্দা এবং আমির কুজ্জারের বাসিন্দা। দুইজনই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।

সেনার মুখপাত্র বলেন, “কুলগাম জেলার রেদওয়ানি এলাকায় জঙ্গি উপস্থিতির খবর মিলতেই তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময়ই জঙ্গিরা গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেয়। নিজেদের ভীরুতার প্রমাণ দিয়ে তারা দুটি নিস্পাপ কিশোরীকে বন্দি বানিয়ে রেখেছিল। তবে নিরাপত্তা বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে গোটা বাড়িটিকে ঘিরে ফেলে এবং সতর্ক অভিযান চালায়। অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয় এবং তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বন্দিদের উদ্ধার করার পরই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে    নিকেশ করা হয়েছে। সংঘর্ষস্থসল থেকে জঙ্গিদের দেহও উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুন: Modi in Mayor Conference: ‘ভারতে এখন বিবর্তন দরকার, বিপ্লবের কোনও প্রয়োজন নেই’, মেয়র সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Next Article