পটনা: আদালতে সুরক্ষিত নন খোদ বিচারপতি(Judge)-ই। আদালত কক্ষে ঢুকে বিচারপতির দিকেই বন্দুক (Gun) তাক করলেন দুই পুলিশকর্মী (Police Officers)। ঘটনাটি ঘটেছে বিহার(Bihar)-র মধুবনী জেলার একটি আদালতে। বৃহস্পতিবারের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। পটনা হাইকোর্ট(Patna High Court)-র তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়েছে এবং ডিজিপিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মধুবনির ওই আদালতে একটি মামলার শুনানি চলছিল। আচমকাই দুই পুলিশ কর্মী বন্দুক তাক করেন অতিরিক্ত জেলা ও ঝঞ্জারপুর সেশন আদালতের বিচারক অবিনাশ কুমারের দিকে। এরপরই তাঁকে আক্রমণ করে। ঘটনায় ওই বিচারক সুরক্ষিত থাকলেও গোটা ঘটনায় তিনি স্তম্ভিত।