Train Derailment: ভয়াবহ রেল দুর্ঘটনা, চলন্ত অবস্থায় ধাক্কা লেগে আধখানা ট্রেন, লাইনচ্যুত একাধিক বগি

Train Derailment: জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে দু'টি মালগাড়ির ২০টি ওয়াগন লাইন থেকে ছিটকে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।

Train Derailment: ভয়াবহ রেল দুর্ঘটনা, চলন্ত অবস্থায় ধাক্কা লেগে আধখানা ট্রেন, লাইনচ্যুত একাধিক বগি
লাইনচ্যুত মালগাড়িImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Aug 09, 2025 | 4:58 PM

রাঁচি: হঠাৎ ধাক্কা লাগল মাঝের বগিগুলিতে। নিমিষে ছিটিকে গেল লাইন থেকে। বিপরীতমুখী আপ-ডাউন ট্র্যাকে যেতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ে দু’টি মালগাড়ি। কার্যত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। যার জেরে বিলম্বিত পরিষেবা।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের সেরাইকেলা-খারসেওয়ান জেলার মাঝে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে পণ্যবহনকারী দু’টি মালগাড়ি। রেল আধিকারিকরা জানিয়েছেন, ওই রুটের আপ-ডাউন লাইনে আসা দু’টি বিপরীতমুখী মালগাড়ি চান্ডিল ও নিমিধ স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে।

কী কারণে দুর্ঘটনা? দক্ষিণ-পূর্ব শাখার রেল আধিকারিকরা জানিয়েছেন, “সব ঠিকই ছিল। দু’টি মালগাড়ি নিজের গন্তব্যের দিকেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের মাঝের বগিগুলির মধ্যে প্রথমে সংঘর্ষ ঘটে। যার জেরে নিমিষে লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি বগি।” জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে দু’টি মালগাড়ির ২০টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।

ওই শাখার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “দুর্ঘটনার জেরে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।” এই ঘটনার ফলে প্রভাব পড়েছে হাওড়াগামী এক্সপ্রেসেও। জানা গিয়েছে, বিলম্বিত হয়েছে হাওড়া-রাঁচি বন্দে ভারত। রুট পরিবর্তন করা হয়েছে হাওড়াগামী লোকতিলক-হাওড়া এক্সপ্রেসের।