Birthday Celebration: শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে অসুস্থ ২২ পড়ুয়া
Delhi School: শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল ২২ জন ছাত্র। বুধবার এই ঘটনা ঘটেছে রাজধানীতে। দক্ষিণ দিল্লির মেহরুলি এলাকায় রয়েছে সরকারি স্কুল। সেই স্কুলেরই এক শিক্ষকের জন্মদিন পালন করা হচ্ছিল। জন্মদিন পালন করতে গিয়েই বিপত্তি।
নয়াদিল্লি: শিক্ষকের জন্মদিন। স্কুলের মধ্যেই শিক্ষকের জন্মদিন পালনের পরিকল্পনা হয়েছিল। সেই মতো আনা হয়েছিল কেক। স্কুলের পড়ুয়ারা ক্লাসের মধ্যেই উদযাপন করছিলেন শিক্ষকের জন্মদিন। কিন্তু শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে ঘটল বিপত্তি। এর জেরে অসুস্থ হয়ে পড়েছে প্রায় ২২ জন পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থ হয়ে পড়া ছাত্রদের। বুধবার ঘটনাটি ঘটেছে দেশের রাজধানীতে। দিল্লির একটি সরকারি স্কুলে ঘটেছে এই ঘটনা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জন্মদিন উদযাপনে কেক কাটার পর স্প্রে করা হয়েছিল। তাতেই বিপত্তি ঘটে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছেন।
শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল ২২ জন ছাত্র। বুধবার এই ঘটনা ঘটেছে রাজধানীতে। দক্ষিণ দিল্লির মেহরুলি এলাকায় রয়েছে সরকারি স্কুল। সেই স্কুলেরই এক শিক্ষকের জন্মদিন পালন করা হচ্ছিল। জন্মদিন পালন করতে গিয়েই বিপত্তি। ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “আমরা খবর পায় একটি স্কুলের বেশ কয়েক জন ছাত্র অজ্ঞান হয়ে পড়েছে। তাদের সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অসুস্থ পড়ুয়ারা। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।” ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিক্ষকের জন্মদিন পালন উপলক্ষ্যে কেক কাটা হয়েছিল। এর পর ফোম স্প্রেও করেতে গিয়েই ঘটে বিপত্তি। সুগন্ধী ফোমের বদলে পিপার স্প্রে হয়ে যায় বলে জানা গিয়েছে। এর জেরেই ওই সরকারি স্কুলের ২২ জন পড়ুয়া অসুস্থ হয়েছেন।