নয়া দিল্লি: প্রায় দু’বছর। করোনা সংক্রমণে ভুগছে গোটা বিশ্ব। কখনও বেড়েছে। কখনও কমেছে আক্রান্তের সংখ্যা। এই দু’বছরে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টে বেরিয়েছে। যাতে আক্রান্ত হয়েছেন বহুজন। এদিকে, আতঙ্ক ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিশ্বের পাশাপাশি সারা দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজারের গণ্ডি পার করেছে। দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। তার মধ্যে উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ।
গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে সামান্য পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৬ হাজার ৭৬৪ জন। একদিনে করোনার বলি হয়েছেন ৪৬০ জন। দেশে ৮ হাজার ৯৪৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৩১২ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, একলাফে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৩১ দাঁড়িয়েছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬১ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। দেশের ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট।
তবে আক্রান্তের নীরিখে এখনও দেশের দক্ষিণের রাজ্যগুলিই এগিয়ে। তার মধ্যে কেরলকে টপকে এগিয়ে গেল মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৭ জন। মৃত্যু হয়েছে তার ৮ জনের। তার মধ্যে মোট ৪৫৪ জন আক্রান্ত ওমিক্রনে। সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। কেরলে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।
এদিকে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২৪৬ জন। মৃত্যুর সংখ্যা নেই। অন্যদিকে, দিল্লিতে বিগত কয়েকমাস নিয়ন্ত্রণে থাকলেও ধীরে-ধীরে বেড়েছে আক্রান্তের সংখ্যা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯৬ মানুষ। তবে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, দিল্লিতে ৩৫১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
এদিকে, একদিন টপকে আরেকদিন সংক্রমণে রেকর্ড তৈরি করছে বাংলা। বছর শেষের বুলেটিনে চোখ কপালে ওঠার জোগাড়। বুধবার হাজার পার করেছিল এ রাজ্যের সংক্রমণ। বৃহস্পতিবার ২ হাজার পার করে দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার ফের লাফ! ফের আরও এক হাজার পার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করল। মৃত সাত। বেড়েছে পজিটিভি রেটও।২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫১। এর মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। গত ২৪ ঘণ্টায় মহানগরে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মৃত্যু হয়েছে চারজনের।