Extra Marital Affair: পরকীয়ায় বাধা! প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন স্ত্রীর

জানা গিয়েছে, স্ত্রী ও তাঁর প্রেমিকের হাতে খুন হওয়া ব্যক্তির নাম আমজাদ হুসেন (৪৪)। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর স্ত্রীর নাম জাইতুন্নিশা (২৬)। আমজাদ ও জাইতুন্নিশার তিনটি সন্তানও রয়েছে।

Extra Marital Affair: পরকীয়ায় বাধা! প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন স্ত্রীর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 6:36 AM

দেরাদুন: বিবাহিত মহিলা তিনি। তিন সন্তানের মা। কিন্তু বিবাহিত জীবনের আড়ালেই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিবাহ বহির্ভূত সম্পর্কে এতটাই মেতেছিলেন ২৬ বছরের ওই মহিলা, যে নিজের স্বামী, সন্তানদেরও ছেড়ে দিতে রাজি ছিলেন। রাজমিস্ত্রি স্বামীর চোখের আড়ালেই ২৪ বছরের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল ২৬ বছরের মহিলার। স্বামী কাজে গেলেই তিনি বাড়িতে ডেকে নিতেন প্রেমিককে। ধীরে ধীরে ওই যুবকের সঙ্গে সম্পর্ক গভীর হয় ওই মহিলার। তখন তাঁরা এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু স্বামী সেই সম্পর্কে বাধা হয়ে ওঠেন। এর পরই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করার পরিকল্পনা করেন ওই মহিলা। স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করেন মহিলা। তার পর ডাকেন প্রেমিককে। প্রেমিক এসে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন ওই ব্যক্তি। তাঁর পর দেহ ফেলে দিয়ে আসেন খালে। খুনের অভিযোগ ওই মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দেরাদুনের রাজপুর এলাকায়।

জানা গিয়েছে, স্ত্রী ও তাঁর প্রেমিকের হাতে খুন হওয়া ব্যক্তির নাম আমজাদ হুসেন (৪৪)। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর স্ত্রীর নাম জাইতুন্নিশা (২৬)। আমজাদ ও জাইতুন্নিশার তিনটি সন্তানও রয়েছে। সম্প্রতি লাখবীর সিং নামে এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান জাইতুন্নিশা। তাঁরা এক সঙ্গে থাকারও সিদ্ধান্ত নেন। কিন্তু আমজাদের জন্য এই পরিকল্পনা সফল হচ্ছিল না। সে জন্যই তাঁকে খুন করার পরিকল্পনা করেন।

ঘটনা নিয়ে দেরাদুনের পুলিশ সুপার জানিয়েছেন, স্ত্রী তাঁর স্বামীকে মদ খাওয়ান। মদ খেয়ে স্বামী নেশায় আচ্ছন্ন হলে স্ত্রী ফোন করে ডাকেন প্রেমিককে। প্রেমিক এসে ওই ব্যক্তির গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন। সে সময় চিৎকার শুনে ওই দম্পতির সন্তানরা উঠে এলে ধমকে তাঁদের অন্য ঘরে পাঠিয়ে দেন মহিলা। এর পর দেহ তাঁদের বাড়ির নিকটস্থ খালে ফেলে আসে। প্রথমে অস্বীকার করলেও পুলিশি জেরায় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেফতার করে খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।