Revenge: হাফ বয়সের প্রেমিকের সঙ্গে যৌন সুখ উপভোগের পরই ‘রিজেক্ট’, ৪০-র মহিলাকে দিতে হল চরম মাশুল

Crime News: ২৮ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৪০ বছরের এক মহিলার। সম্প্রতিই ওই মহিলা সম্পর্ক ভেঙে দেন। এরপরই যুবক ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের এবং একক নগ্ন ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে ভাইরার করে দেয়।

Revenge: হাফ বয়সের প্রেমিকের সঙ্গে যৌন সুখ উপভোগের পরই 'রিজেক্ট', ৪০-র মহিলাকে দিতে হল চরম মাশুল
প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 12:24 PM

ভুবনেশ্বর: প্রেম কি আর বয়স মানে? বছর চল্লিশের এক মহিলার প্রেমে পড়েছিলেন ২৮ বছরের যুবক। বেশ জমেছিল মাখো মাখো সেই প্রেম। ঘনিষ্ঠতাও গড়ে উঠেছিল। কিন্তু তাল কাটল কয়েক মাস বাদে। বাড়িতে জানাজানি হওয়ার ভয়ে সম্পর্ক ভেঙে দিলেন ওই মহিলা। এদিকে প্রেমে ব্যথা পেয়ে বোধ-বুদ্ধি হারাল প্রেমিক। প্রেমিকার উপরে প্রতিশোধ নিতে তাঁর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। শুক্রবার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরে। অভিযোগ, ২৮ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৪০ বছরের এক মহিলার। সম্প্রতিই ওই মহিলা সম্পর্ক ভেঙে দেন। এরপরই যুবক ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের এবং একক নগ্ন ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে ভাইরার করে দেয়।

দিন কয়েক বাদে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি দেখতে পেয়েই পুলিশের দ্বারস্থ হন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই যুবককে গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযুক্ত যুবককে জেরা করে জানা যায়, ৪০ বছরের এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কও তৈরি হয় তাঁদের মধ্যে। কিন্তু বাড়িতে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক জানাজানি হয়ে যেতে পারে, এই ভয়ে মহিলা সম্পর্ক ভেঙে দেন। এর প্রতিশোধ নিতেই ব্যক্তিগত গোপন ছবি ভাইরাল করে দেয় যুবক।