নয়া দিল্লি: দেশে তৃতীয় দিনে পড়ল করোনা টিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই করোনা টিকা (COVID vaccine) পেয়েছেন ৩ লক্ষ ৮০ হাজারের বেশি ভারতীয়। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৫৮০ জনের শরীরে। টিকা নেওয়ার পর প্রাণ হারিয়েছেন ২ জন। যদিও সরকার জানিয়েছে, তাঁদের মৃত্যুর সঙ্গে করোনা টিকাকরণের কোনও সম্পর্ক নেই।
টিকা নেওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রাণ হারিয়েছেন ৪৬ বছর বয়সী উত্তর প্রদেশের স্বাস্থ্যকর্মী মহিপাল সিং। তবে মোরাদাবাদ জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মহিপালের মৃত্যুর সঙ্গে করোনা টিকাকরণের কোনও সম্পর্ক নেই। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মহিপালের প্রাণ হারিয়েছে হৃদরোগে। কর্নাটকের বেলারির ৪৩ বছর বয়সী এক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। তাঁর ক্ষেত্রেও কার্ডিওর সমস্যা।
আরও পড়ুন: অরুণাচল সীমান্তের ভারতীয় দিকে গ্রাম গড়েছে চিন? প্রকাশ্যে উপগ্রহ চিত্র
৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যার মধ্যে ৩ জন দিল্লির বাসিন্দা। ২ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা পর্যবেক্ষণে রয়েছেন। এপর্যন্ত মোট টিকা পেয়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ৩০৫ জন। তৃতীয় দিনে টিকা পেয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ২৬৬ জন। তৃতীয় দিনে দেশের ২৫টি রাজ্যে টিকাকরণ হয়েছে। প্রথম পর্বে করোনা টিকা পাবেন ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি প্রথম সারির যোদ্ধা। তারপর ২৭ কোটি গুরুতর অসুস্থ বয়স্করা পাবেন করোনা টিকা।