Traffic Cops Divide Bribe Money: হাসতে হাসতে ঘুষের টাকা ভাগ করছেন ৩ ট্র্যাফিক পুলিশকর্মী, দেখুন ভিডিয়ো

Traffic Cops Divide Bribe Money: ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, গাজিপুরে পুলিশ চেকপোস্টে এক ট্র্যাফিক পুলিশকর্মী এক যুবকের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর যুবককে পিছনের বেঞ্চের দিকে ইঙ্গিত করেন ওই ট্র্যাফিক পুলিশকর্মী। যুবক সেখানে টাকা রেখে চলে যান। কয়েক মুহূর্ত এদিক-ওদিক দেখে টাকাটা হাতে তুলে নেন ওই পুলিশকর্মী।

Traffic Cops Divide Bribe Money: হাসতে হাসতে ঘুষের টাকা ভাগ করছেন ৩ ট্র্যাফিক পুলিশকর্মী, দেখুন ভিডিয়ো
টাকা ভাগ করে নিলেন ৩ ট্র্যাফিক পুলিশকর্মী
Follow Us:
| Updated on: Aug 18, 2024 | 3:12 PM

নয়াদিল্লি: রোদ। বৃষ্টি। ঠান্ডা। রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করেন তাঁরা। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখেন। সেই ট্র্যাফিক পুলিশকর্মীদের ঘুষের টাকা বাটোয়ারার একটি ভিডিয়ো সামনে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যার জেরে অস্বস্তিতে পড়ে দিল্লি পুলিশ। সাসপেন্ড করা হয়েছে ৩ ট্র্যাফিক পুলিশ অফিসারকে।

ঘটনাটি ঘটেছে দিল্লির গাজিপুরে। সিসিটিভি ক্যামেরায় ট্র্যাফিক পুলিশকর্মীর ঘুষ নেওয়া ও তিনজনের মধ্যে বাটোয়ারা করার ছবি ধরা পড়েছে। দ্য ন্যাশনাল বুলেটিন হিন্দির পোস্ট করা সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, গাজিপুরে পুলিশ চেকপোস্টে এক ট্র্যাফিক পুলিশকর্মী এক যুবকের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর যুবককে পিছনের বেঞ্চের দিকে ইঙ্গিত করেন ওই ট্র্যাফিক পুলিশকর্মী। যুবক সেখানে টাকা রেখে চলে যান। কয়েক মুহূর্ত এদিক-ওদিক দেখে টাকাটা হাতে তুলে নেন ওই পুলিশকর্মী। গুনে দেখেন কত টাকা রয়েছে। তারপর মানিব্যাগে রেখে দেন।

এরপরের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ৩ জন ট্র্যাফিক পুলিশকর্মী পাশাপাশি বয়ে রয়েছেন। এক পুলিশকর্মী নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করলেন। টাকা নেওয়ার সময় দুই পুলিশকর্মীকে হাসতে দেখা যায়।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই ওই তিন পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা জানান, প্রাথমিক তদন্তের পর ওই তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তিনজনের মধ্যে ২ জন ASI এবং একজন হেড কনস্টেবল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে তিনি জানান।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)