ভয়ঙ্কর সকাল! শিশুর গোঙানি, রক্তে ভাসছে রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ১৩ মৃতদেহ
ঘটনায় শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। নিহতের পরিবার ও আহতদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
কুর্নুল: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্র প্রদেশের কুর্নুলে। পূণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। এর মধ্যে একজন শিশুও রয়েছে। আরও দুই শিশু-সহ আহত হয়েছে মোট চারজন। ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি জানান, নিহতদের পরিবার ও আহতদের সবরকম সহযোগিতা করা হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে ১৮ জন পূণ্যার্থী নিয়ে একটি মিনিবাস রওনা দেয়। জাতীয় সড়ক ধরে ছুটে চলার সময় কুর্নুলের ভেলদুর্তি মণ্ডলের কাছে একটি ট্রাক এসে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। কিছু বুঝে ওঠার আগেই শেষ ১৩টি টাটকা প্রাণ। এর মধ্যে একটি শিশুও রয়েছে। যাত্রীদের আধার কার্ড দেখে তাঁদের শনাক্ত করা হয়। ভোর চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুর্নুল পুলিশ।
Andhra Pradesh: 13 people killed, 4 injured in a collision between a bus and a truck near Madarpur village in Veldurti Mandal, Kurnool district in the early morning hours; injured admitted to Government General Hospital pic.twitter.com/Ve1hHqTBkZ
— ANI (@ANI) February 14, 2021
সূত্রের খবর, পূণ্যার্থী নিয়ে চিত্তোরের মদনাপাল্লে থেকে রাজস্থানের আজমেঢ়ে যাচ্ছিল বাসটি। তার মাঝে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। চালক কোনওভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন কি না কিংবা চাকা ফেটে এই বিপদ কি না দেখা হচ্ছে। দু’দিন আগেই অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে পর্যটকবোঝাই একটি বাস উল্টে যায়। ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। চারজনের মৃত্যু হয়।