মুম্বই: লাগাতার বৃষ্টিতে বানভাসী মুম্বই। জলমগ্ন গোটা শহর, জলের তোড়ে একাধিক জায়গায় ভেঙে পড়ছে বাড়ি। এ দিন সকালেও মুম্বইয়ের গোভান্দি এলাকায় একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০ জনকে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের গোভান্দি এলাকার শিবাজি নগরে একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন ১৩ জন। এদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আটকে পড়েন বাকিরা। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বিএমসি কর্তৃপক্ষ ও দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধার কার্য। আহতদের উদ্ধার করে একটি স্থানী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
#WATCH | Maharashtra: National Disaster Response Force (NDRF) team shifts people from Chikhali in Kolhapur district to safer locations. Several parts of the state are facing floods due to incessant rainfall.
(Source: NDRF) pic.twitter.com/H0SZH9wWte
— ANI (@ANI) July 23, 2021
অন্যদিকে, রায়গঢ় জেলার তালাই গ্রামেও জলের জেরে ভূমি ধস নেমেছে। স্থানীয় পুলিশ এখনও অবধি ১৫ জনকে উদ্ধার করতে পারলেও কমপক্ষে আরও ৩০ জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এনডিআরএফের সাহায্য চাওয়া হয়েছে। তবে বৃষ্টিতে সড়কপথ সম্পূর্ণ ধুয়ে মুছে যাওয়ায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। মাহাদেও পরিস্থিতি একই। উদ্ধারকার্যের জন্য এনডিআরএফের পাশাপাশি সেনাবাহিনীর সাহায্যও চেয়েছে মহারাষ্ট্র প্রশাসন।
Local Police rescued 15 people, at least 30 people still trapped inside. Four incidents of landslide were reported in Raigad which has blocked the road. Rain has washed away the road to Talai* village, which is causing problems: Nidhi Chaudhary, Dist Collector Raigad, Maharashtra
— ANI (@ANI) July 23, 2021