নয়া দিল্লি: দিল্লি হাইকোর্টের নির্দেশে অবশেষে জামিনে ছাড়া পেলেন সিএএ আন্দোলনকারী নাতাশা নরওয়াল, দেবাঙ্গনা কলিতা ও আসিফ ইকবাল। প্রথমে আধার যাচাইয়ের জন্য নির্দিষ্ট সময়ে তিহার জেল থেকে তাঁদের ছাড়েনি পুলিশ। এরপর দিল্লি হাইকোর্ট (Delhi High Court) তাঁদের দ্রুত জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরই বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ছাড়া পান ওই ৩ জন।
ছাড়া পেয়ে দেবাঙ্গনা বলেন, “এটা সরকারের হতাশা দর্শায়…,আমরা মহিলারা তাদের ভয় পাই না। আমরা বেঁচেছি কারণ, বন্ধু শুভাকাঙ্খীরা আমাদের সমর্থন জুগিয়েছে। তাঁদের আমি ধন্যবাদ জানাই।” নাতাশা নরওয়াল বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণকে সাধুবাদ জানান।
দিল্লিতে হিংসা ছড়ানো ও শান্তি বিঘ্নিত করার অভিযোগে নাতাশা নরওয়াল, দেবাঙ্গনা কলিতা ও ইকবাল তনহাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। প্রায় ১ বছরেরও বেশি সময় পর হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল, বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চ মঙ্গলবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও পাসপোর্ট জমা নিয়ে জামিনের নির্দেশ দিয়েছিল। পর্যবেক্ষণে বেঞ্চ জানিয়েছিল, প্রতিবাদের অধিকার ও সন্ত্রাসমূলক কাজের মধ্যে বিচ্যুতি রেখাটা ঝাপসা হয়ে যাচ্ছে। এই মনোভাব যদি বেশি করে আকর্ষিত হয়, তাহলে তা গণতন্ত্রের জন্য সবচেয়ে খারাপ দিন হবে।। তবে ইতিমধ্যেই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টে এই ৩ আন্দোলনকারীর জামিনের শুনানি হবে শুক্রবার।