Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪ কোটি টাকায় মন্ত্রিপদ! অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন, ফাঁদে পা-ও দিলেন এরা…

Fraud: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ঠকানো হচ্ছিল। ৪ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকারও।

৪ কোটি টাকায় মন্ত্রিপদ! অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন, ফাঁদে পা-ও দিলেন এরা...
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Mar 12, 2025 | 12:51 PM

ইম্ফল: মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন। মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন। তবে আজীবন তো আর রাষ্ট্রপতি শাসন চলবে না। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হবে। তৈরি করা হবে নতুন মন্ত্রিসভাও। আর সেই মন্ত্রিসভাতেই পদ বিক্রি হচ্ছে!  টাকা দিলেই বিধায়করা মন্ত্রিপদ পাবেন। এমন অফার করছেন নাকি অমিত শাহের ছেলে জয় শাহ!

মণিপুরে বিরাট প্রতারণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ঠকানো হচ্ছিল। ৪ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা রাজ্যের বিধায়কদের ফোন করত। নিজের পরিচয় দিত অমিত শাহের ছেলে জয় শাহ হিসাবে। বলত, ৪ কোটি টাকা দিলে মণিপুরের মন্ত্রী করে দেওয়া হবে।

কয়েকজন বিধায়ক এই ফাঁদে পা-ও দিয়ে দেন। লক্ষাধিক টাকা খুইয়েছেন। সব মিলিয়ে ৪ কোটি টাকার প্রতারণা হয়েছে। পরে এক বিধায়ক পুলিশে অভিযোগ জানাতেই এফআইআর দায়ের হয়। পুলিশ ভারতীয় ন্যয় সংহিতার ৩১৮(৪) প্রতারণা, ৩১৯(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ইতিমধ্যেই ইম্ফল পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন প্রিয়াংশু পন্থ (১৯), উভেশ আহমেদ (১৯) ও গৌরব নাথ (১৯)। প্রিয়াংশু ও গৌরব দিল্লির বাসিন্দা, উভেশ উত্তর প্রদেশের বাসিন্দা।  ধৃতদের দিল্লিতে আনা হয়েছে জেরার জন্য।