Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hyderabad Cyber Crime: হোয়াটস্যাপে ভিডিয়ো কল করেন? সাবধান, নইলে আপনার পরিণতি হতে পারে এই যুবকের মতো

Whatsapp Video call: কিন্তু তা সত্ত্বেও হুমকি বন্ধ না হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইমের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Hyderabad Cyber Crime: হোয়াটস্যাপে ভিডিয়ো কল করেন? সাবধান, নইলে আপনার পরিণতি হতে পারে এই যুবকের মতো
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 4:56 PM

হায়দরাবাদ: প্রযুক্তির কল্যাণে আমাদের রোজকার জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আগে বিদেশ বিভুঁয়ে থাকা বন্ধুবান্ধব বা নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তবে প্রযুক্তির আশীর্বাদে ভিডিয়ো কলের (Video Calling) মাধ্যমে সেটা এখন অনেক দ্রুত এবং সহজেই সম্ভব। এমনকী করোনা মহামারির (Corona Pandemic) আগমনে আমরা যখন সবাই গৃহবন্দি ছিলাম, সেই সময়ে লকডাউনের প্রভাব আমাদের সামজিক জীবনে পড়েছিল। তখন বন্ধুদের সঙ্গে আড্ডা বা সাক্ষাৎ সবের মাধ্যম ছিল ভিডিয়ো কলিং। ম্যাসেজিং অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল হোয়াটস্যাপ (Whatsapp)। পরবর্তীকালে যখন ওই অ্যাপে ভিডিয়ো কলিং ফিচার নিয়ে আসা হয়েছিল, তখনও তা সমানভাবে জনপ্রিয় হয়েছিল। তবে হোয়াটস্যাপই তাঁর জীবনে এমন অন্ধকার নামিয়ে আনবে, তা ভুলেও ভাবতে পারেননি এই ব্যক্তি।

৩০ বছর বয়সী হায়দরাবাদের এক ব্যক্তির জীবনে কাল হয়ে দাঁড়ালো এই জনপ্রিয় অ্যাপ। তাঁকে এমনভাবে ব্ল্যাকমেল করা হয়েছিল যে তিনি ৫৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন। কী ঘটেছিল ওই ব্যক্তির সঙ্গে? হঠাৎ করেই একদিন ওই ব্যক্তির হোয়াটস্যাপে অচেনা নম্বর থেকে ভিডিয়ো কল এসেছিল। তিনি ফোন ধরে দেখেন ওপারে কেউ নেই এবং হঠাৎ করেই ওই ভিডিয়ো কল বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তিরই বিকৃত একটি পর্নোগ্রাফিক ভিডিয়ো তাঁর কাছে পাঠানো হয়। আততায়ীরা তাঁকে হুমকি দেন, তিনি যদি তাদের টাকা না দেন, তবে ওই ভিডিয়ো তাদের পরিচিতদের দেখিয়ে দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই তিনটি কিস্তিতে ওই ব্যক্তি আততায়ীদের ৫৫ হাজার টাকা দেন। কিন্তু তা সত্ত্বেও হুমকি বন্ধ না হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইমের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযোগ আগেও তাদের কাছে এসেছে, মূলত সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ফোন নম্বর জোগাড় করে আততায়ীরা। তাই অজানা নম্বর থেকে এই ধরনের ফোন না ধরার পরামর্শ দিয়েছে পুলিশ।

আরও পড়ুন Cobra Rescued: পরিত্যক্ত কুয়ো থেকে জীবন বাজি রেখে বিষধর সাপ উদ্ধার, ভিডিয়ো দেখলে ভয় পাবেন