Cobra Rescued: পরিত্যক্ত কুয়ো থেকে জীবন বাজি রেখে বিষধর সাপ উদ্ধার, ভিডিয়ো দেখলে ভয় পাবেন
Cobra Rescued: ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি লম্বা লাঠিতে হুক লাগিয়ে ওই ব্যক্তি সাপটিকে কুয়োর বাইরে বের করে আনে। বের করে আনার সঙ্গে সঙ্গে একটি কালো রঙয়ের ব্যাগে ওই গোখরো সাপটিকে ভরে ব্যাগের মুখ শক্ত করে বেঁধে দিয়েছেন।
নাসিক: সাপ (Snake) মানেই অনেকের কাছে আতঙ্ক। ওই সর্পিল দেহ বিন্দুমাত্র নিদর্শন চোখে পড়লেই অনেকে চমকে ওঠেন। কেউ কেউ আবার নাম শুনেই ভয় পান। তবে এই পৃথিবীতেই এমন অনেক মানুষ আছেন যাদের জীবনের মায়া কম, অথবা সাহসিকতাই তাদের জীবনের সবথেকে বড় সত্যি। জীবনের বাজি রাখতে পছন্দ করে তারা। সেই রকম এক ব্যক্তির ভিডিয়োই সম্প্রতি সামনে এসেছে। ওই ব্যক্তি যে কায়দায় সাপটিকে উদ্ধার করেছেন, তা দেখে অনেকেই চমকে উঠেছেন। মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে ২৬ মার্চ ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই (News Agency ANI) সূত্রে ভিডিয়োটি সামনে এসেছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে বেসরকারি বন্যপ্রাণ গবেষণা সংগঠনের কর্মীরা একটি পরিত্যক্ত কুয়ো থেকে সাপটিকে উদ্ধার করেছেন। দুই মিনিটের ওই ভিডিয়োতে সাপ উদ্ধার প্রক্রিয়া ধরা পড়েছে।
#WATCH | The volunteers of a non-government wildlife research organization rescued a highly venomous snake, an Indian spectacled cobra (Naag) from an abandoned well in the Nashik area of Maharashtra yesterday. pic.twitter.com/sgCm7ZeQ2V
— ANI (@ANI) March 26, 2022
ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি লম্বা লাঠিতে হুক লাগিয়ে ওই ব্যক্তি সাপটিকে কুয়োর বাইরে বের করে আনে। বের করে আনার সঙ্গে সঙ্গে একটি কালো রঙয়ের ব্যাগে ওই গোখরো সাপটিকে ভরে ব্যাগের মুখ শক্ত করে বেঁধে দিয়েছেন। সংবাদ সংস্তা এএনআই টুইটারে সাপ উদ্ধারের এই ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, “বেসরকারি বন্যপ্রাণ গবেষণা সংগঠনের কর্মীরা একটি পরিত্যক্ত কুয়ো থেকে বিষধর ভারতীয় কোবরাটিকে উদ্ধার করেছেন। মহারাষ্ট্রের নাসিক এলাকা থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়েছে।”
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যে ২ লক্ষ লোক ভিডিয়ো দেখেছেন, সংখ্যাটা ক্রমশই বাড়ছে। অনেক নেটিজেন সাপটির উদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে ‘প্রাকৃতিক নিয়মেই সাপটি ওই কুয়োতে ছিল, তাঁকে উদ্ধার করার আদৌ কোনও প্রয়োজনীয়তা ছিল কী?’ অনেকেই আবার ওই কর্মীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। চলতি বছরের শুরুতেই থাইল্যান্ডে সাপ ধরা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল এক ব্যক্তি খালি হাতে সাপ ধরছেন।
আরও পড়ুন Delhi Cyber Crime: ‘অ্যামাজন থেকে বলছি’, এরম ফোন এলেই একটু সাবাধান! নইলে সর্বস্বান্ত হতে পারেন