Vande Bharat Express: কাশ্মীর ভ্রমণে গিয়ে কিনা শেষে এইসব…, বন্দে ভারত ট্রেনে ৩১ জন যাত্রী পড়ল ধরা, আদায় করা হল ৮০ হাজার, ঠিক কী করেছিল?

Indian Railways: অন্য ট্রেনে আগেও হয়েছে, এবার কি না বন্দে ভারতেও এই কাণ্ড! সাহস দেখে স্তম্ভিত রেলওয়ে কর্মীরা। বন্দে ভারত ট্রেন থেকে হাতেনাতে ধরা হল ৩১ জন যাত্রীকে। এদের কাছ থেকে আদায় করা হল ৮০ হাজার টাকা। কেন জানেন?  

Vande Bharat Express: কাশ্মীর ভ্রমণে গিয়ে কিনা শেষে এইসব..., বন্দে ভারত ট্রেনে ৩১ জন যাত্রী পড়ল ধরা, আদায় করা হল ৮০ হাজার, ঠিক কী করেছিল?
টিকিট চাইতেই পড়ল ধরা।Image Credit source: X

|

Jan 07, 2026 | 11:57 AM

জম্মু: সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। তাও অনেকেই করেন। অন্য ট্রেনে আগেও হয়েছে, তবে এবার কি না বন্দে ভারতেও এই কাণ্ড! সাহস দেখে স্তম্ভিত রেলওয়ে কর্মীরা। বন্দে ভারত ট্রেন থেকে হাতেনাতে ধরা হল ৩১ জন যাত্রীকে। এদের কাছ থেকে আদায় করা হল ৮০ হাজার টাকা। কেন জানেন?

বন্দে ভারত ট্রেনে ধরা পড়ল ৩১ জন যাত্রী। এরা সকলেই বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। কাশ্মীর ভ্রমণে এসে জম্মু ডিভিশনের বন্দে ভারত ট্রেনে বিনা টিকিটেই চেপে বসেছিলেন। এমন ভাবভঙ্গি ছিল তাদের যে বোঝার উপায়ই ছিল না এদের কারোর কাছে টিকিট নেই।

লুধিয়ানা-জম্মু বন্দে ভারতে টিটিই হঠাৎ সারপ্রাইজ চেকিংয়ে আসেন। এই যাত্রীদের কাছে টিকিট দেখতে চাইতেই তারা আমতা আমতা করতে থাকে। এরপর চেপে ধরতেই সত্যিটা বেরিয়ে আসে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার উচিত সিঙ্ঘল জানিয়েছেন, এদের কারোর কাছে বৈধ টিকিট ছিল না।

বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে ৩১ জন যাত্রীদের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বলেন, “রেলওয়ে যাত্রীদের সবসময় বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে বলে। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়, যা বাকি ট্রেনগুলির তুলনায় বেশি।”