রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, মৃত ৪, আশঙ্কাজনক ২

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 06, 2021 | 5:11 PM

বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ওড়িশার রৌরকেল্লার স্টিল প্ল্যান্ট থেকে আচমকাই কোনও একটি পাইপ থেকে কার্বন মনোক্সাইড (Carbon Monoxide) বের হতে শুরু হয়। সেই সময় মোট ১০ জন কর্মচারী উপস্থিত ছিলেন।

রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, মৃত ৪, আশঙ্কাজনক ২
ফাইল চিত্র।

Follow Us

ভুবনেশ্বর: রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে (Rourkela Steel Plant) ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিক হওয়ায় কমপক্ষে চারজন কর্মীর মৃত্যু ,অসুস্থ একাধিক। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ওড়িশার রৌরকেল্লার স্টিল প্ল্যান্ট থেকে আচমকাই কোনও একটি পাইপ থেকে কার্বন মনোক্সাইড (Carbon Monoxide) বের হতে শুরু হয়। সেই সময় মোট ১০ জন কর্মচারী উপস্থিত ছিলেন। এদের মধ্যে চারজন আবার চুক্তিভিত্তিক কর্মচারী।

জানা গিয়েছে, ওই চার কর্মচারীই স্টিল প্ল্যান্টের কোল কেমিক্যাল বিভাগে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। কার্বন মনোক্সাইড দেহে প্রবেশ করতেই একে একে সকল কর্মচারীই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সকলকেই স্টিল অথরিটি অব ইন্ডিয়ার ইস্পাত জেনারেল হাসপাতালে (Ispat General Hospital) ভর্তি করা হয়। সেখানেই আইসিইউ(ICU)-তে ভর্তি থাকা চার কর্মচারীর মৃত্যু হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ল তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ এই বিষয়ে উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: রঙ্গোলিতে মোদীর মুখ, প্রশংসায় মূক-বধির যুবতীকে চিঠি লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রী

Next Article