রঙ্গোলিতে মোদীর মুখ, প্রশংসায় মূক-বধির যুবতীকে চিঠি লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রী

গতবছর দিওয়ালিতে তিনি রঙ্গোলিতেই প্রধানমন্ত্রীর মুখ ফুটিয়ে তোলেন। একটি ছবিসহ চিঠিও লেখেন প্রধানমন্ত্রীকে। চিঠিতে বন্দনা জানান, প্রধানমন্ত্রী তাঁর অনুপ্রেরণা।

রঙ্গোলিতে মোদীর মুখ, প্রশংসায় মূক-বধির যুবতীকে চিঠি লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রী
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 4:30 PM

নয়া দিল্লি: দিওয়ালিতে রঙ্গোলি (Rangoli) বানিয়েছিলেন গুজরাটের এক মূক-বধির (Hearing and Speech Impaired) যুবতী। তবে সাধারণ কোনও রঙ্গোলি নয়, প্রধানমন্ত্রীর মুখই ফুটিয়ে তুলেছিলেন সেই রঙ্গোলির মাধ্যমে। ছবি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকেও। বুধবার তারই জবাবে ওই যুবতীকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তিনি।

গুজরাট (Gujarat)-র সুরাটের বাসিন্দা বন্দনা পটেল জন্ম থেকেই মূক ও বধির। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর প্রতিভাকে দমিয়ে রাখতে পারেনি। একটি প্রশিক্ষণ সেন্টার থেকেই আঁকা শিখছেন তিনি। গতবছর দিওয়ালিতে তিনি রঙ্গোলিতেই প্রধানমন্ত্রীর মুখ ফুটিয়ে তোলেন। একটি ছবিসহ চিঠিও লেখেন প্রধানমন্ত্রীকে। চিঠিতে বন্দনা জানান, প্রধানমন্ত্রী তাঁর অনুপ্রেরণা।

বন্দনার রঙ্গোলির ছবি দেখে অত্যন্ত খুশি হন প্রধানমন্ত্রী। নিজে একটি চিঠিও লেখেন। সেই চিঠিতে বন্দনার উদ্দেশ্য তিনি বলেন, “জীবনে নানা প্রতিবন্ধকতা আসবেই, তবে কঠিন থেকে কঠিনতর সময়েও আমাদের হার না মেনে লড়াই চালিয়ে যাওয়া উচিত। সেটাই আমাদের কাছে সবথেকে বড় সাফল্য।”

আরও পড়ুন: ২৪ বছর আগের মাইকেল জ্যাকসনের কনসার্টের টাকা ফেরাবে শিবসেনা সরকার

বন্দনার শিল্পকলাকে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী জানান, শিল্প ও শিক্ষাক্ষেত্রে যেন সাফল্য পায় বন্দনা, এই কামনাই করছেন তিনি। ভবিষ্যতের জন্যও শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে খুশি বন্দনার পরিবারও। তাঁর দাদা কিষাণভাই পটেল বলেন, “প্রধানমন্ত্রীর জবাবি চিঠি পেয়ে অত্যন্ত উৎফুল্ল বন্দনা। এই চিঠির মাধ্যমে অনুপ্রাণিতও হয়েছে সে।”

কেবল প্রধানমন্ত্রীই নয়, বন্দনার এই রঙ্গোলির প্রশংসা করেছিলেন বহু নেটাগরিক। ভাইরালও হয়েছিল সেই রঙ্গোলির ছবি।

আরও পড়ুন: ‘পরিস্থিতির কোনও উন্নয়ন হয়নি’, কেন্দ্র-কৃষক বৈঠক নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের