২৪ বছর আগের মাইকেল জ্যাকসনের কনসার্টের টাকা ফেরাবে শিবসেনা সরকার

২৪ বছর পর মাইকেল জ্যাকসনের কনসার্টের কর মুকুবের সিদ্ধান্তকে পুনর্বহালের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের উদ্ধভ সরকার।

২৪ বছর আগের মাইকেল জ্যাকসনের কনসার্টের টাকা ফেরাবে শিবসেনা সরকার
ছবি - ফেসবুক
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 2:02 PM

মুম্বই: ১৯৯৬ সালে ভারতে এসেছিলেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন (Michael Jackson)। কনসার্ট করেছিলেন আরব সাগরের তীরে। সে সময়ের শিব উদ্যোগ সেনা পরবর্তীতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের (Raj Thackeray)  অনুরোধেই ভারতে এসে মুন ওয়াক-র জাদু দেখিয়ে গিয়েছিলেন পপ সম্রাট। ওই অনুষ্ঠানে কোটি কোটি টাকার টিকিট বিক্রি হলেও রাজকোষে এক পয়সাও যায়নি। তার কারণ, তদানীন্তন শিবসেনা সরকার (Shiv Sena GOVT) মাইকেল জ্যাকসনের কনসার্টের জন্য এক টাকাও কর নেয়নি।  যার বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং বোম্বে কোর্ট সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলে। এর ফলে শেষ পর্যন্ত টিকিট বিক্রির ৩ কোটি ৬৩ লক্ষ টাকা কোর্টের ট্রেজারি-তে জমা করতে বাধ্য হয় কনসার্টের দায়িত্বে থাকা সংস্থা উইজক্রাফট ইন্টারন্যাশনাল।

প্রায় আড়াই দশক পর, ক্ষমতায় ফিরে মহারাষ্ট্রের উদ্ধভ ঠাকরের সরকার সিদ্ধান্ত নিল, পুরনো সরকারের নেওয়া সিদ্ধান্তই পুনর্বহাল থাকবে। অর্থাৎ, ছিয়ানব্বই সালের মাইকেল জ্যাকসনের কনসার্টের জন্য এক টাকাও বিনোদন কর দিতে হবে না। বুধবার জোট সরকারের মন্ত্রিসভায় সেই প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়েছে। এর ফলে উইজক্রাফট ইন্টারন্যাশনাল যে কোনও সময় তাদের জমা করা ৩ কোটি ৬৩ লক্ষ টাকা ফেরত নিতে পারবে।

আরও পড়ুন: ধর্মান্তকরণ বিরোধী আইনের বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট, দুই রাজ্যে পাঠানো হল নোটিস

প্রসঙ্গত, মাইকেল জ্যাকসনকে উড়িয়ে এনে মুম্বইয়ের বুকে কনসার্ট করে বাণিজ্যনগরী তো বটেই গোটা দেশকেই তাজ্জব করে দিয়েছিলেন রাজ ঠাকরে। সেটা ছিল মহারাষ্ট্রের ‘সরকার রাজ’-এর অন্যতম বড় ‘পাবলিক ইভেন্ট’-ও। এই অনুষ্ঠান করতে আরব সাগরের তীরে কার্যত লাল গালিচা পেতে দিয়েছিল শিবসেনা সরকার। যা অর্থ অনুষ্ঠান থেকে উপার্জিত হয়েছিল তার গোটাটাই দেওয়া ছিল দাক্ষিণ্যে।

আরও পড়ুন: গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে, পাঁজর ভেঙে খুন, স্মৃতি উসকে দিল নির্ভয়াকাণ্ডের

তবে এটাও ঠিক মাইকেল জ্যাকসনের এই কনসার্ট নিয়ে নিজের ঘরেই সমালোচিত হয়েছিলেন ‘মাহারাষ্ট্রের বাঘ’। হিন্দুত্বের ধ্বজাধারী একটি রাজনৈতিক দল কীভাবে এমন পশ্চিমী সংস্কৃতিকে প্রশয় দিতে পারে? এই প্রশ্নেরই সম্মুখীন হয়েছিলেন রাজ ঠাকরে। এখানেই শেষ নয়, ধাক্কার ছিল আরও বাকি। মুম্বই গ্রাহক পঞ্চায়েত (Mumbai Grahak Panchayat) শিবসেনা সরকারের কর মুকুবের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বোম্বে আদালতের দ্বারস্থ হয়। সেখানে সরকারের সিদ্ধান্তকে ভর্ৎসনা করে মত বদলের নির্দেশ দেয় আদালত। যার ফলে সরকার বাধ্য হয় উইজক্রাফট ইন্টারন্যাশনালকে বলে নির্দিষ্ট কর জমা করতে। ২৪ বছর পর আবার সেই কর মুকুবের সিদ্ধান্তকেই পুনর্বহালের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের উদ্ধভ সরকার।