AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে, পাঁজর ভেঙে খুন, স্মৃতি উসকে দিল নির্ভয়াকাণ্ডের

ময়নাতদন্তের রিপোর্টেই পাশবিক অত্যাচারের ঘটনা সামনে আসে। রিপোর্টে দেখা যায়, লাগাতার ধর্ষণের পর নির্যাতিতার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। ভারী কোনও বস্তু দিয়ে বুকে আঘাত করা হয়। ভেঙে দেওয়া হয় নির্যাতিতার একটি পা-ও।

গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে, পাঁজর ভেঙে খুন, স্মৃতি উসকে দিল নির্ভয়াকাণ্ডের
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Jan 06, 2021 | 12:49 PM
Share

বদায়ু: নির্ভয়াকাণ্ডের পুনরাবৃত্তি যোগী রাজ্যে। চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণের (Gangrape) ঘটনা ঘটল উত্তর প্রদেশের বদায়ু (badaun) জেলায়। তবে ধর্ষণেই সীমাবদ্ধ থাকেনি নির্যাতন, দিল্লির নির্ভয়াকাণ্ডের মতোই এক্ষেত্রেও নির্যাতিতার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয় বুকে, যারফলে ভেঙে যায় পাঁজর। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিসি গাফিলতির অভিযোগ উঠেছে এক্ষেত্রেও।

হাথরস কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে ফের একবার নির্মমতার সাক্ষী থাকল উত্তর প্রদেশ (Uttar Pradesh)। জানা গিয়েছে, উঘৈতি গ্রামের বাসিন্দা ওই মহিলা রবিবার সন্ধেবেলায় স্থানীয় এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকেই তুলে নিয়ে যায় অভিযুক্তরা। গণধর্ষণের পর মাঝরাতে রাস্তার পাশে ফেলে দিয়ে পালায় তিন দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

নির্যাতিতার বয়ান নেওয়া সম্ভব হয়েছে কিনা, সে বিষয়ে জানা না গেলেও ময়নাতদন্তের রিপোর্টেই পাশবিক অত্যাচারের ঘটনা সামনে আসে। রিপোর্টে দেখা যায়, লাগাতার ধর্ষণের পর নির্যাতিতার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। ভারী কোনও বস্তু দিয়ে বুকে আঘাত করা হয়। ভেঙে দেওয়া হয় নির্যাতিতার একটি পা-ও।

আরও পড়ুন:আগামিকাল “ট্রেলার”, পুরো সিনেমা প্রজাতন্ত্র দিবসে, হুঁশিয়ারি কৃষকদের

হাথরসের মতোই এই ঘটনাতেও পুলিসি গাফিলতির অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, উঘৈতি থানায় অভিযোগ দায়ের করার পরও স্টেশন অফিসার রবীন্দ্র প্রতাপ সিং ঘটনাস্থলে যাননি। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিস। গাফিলতির অভিযোগ উঠেছে ময়নাতদন্ত নিয়েও। সোমবার দুপুরে, অর্থাৎ মৃত্যুর ১৮ ঘণ্টা পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একজন মহিলা চিকিৎসক সহ তিন চিকিৎসকের দল ময়নাতদন্ত করেন।

ঘটনায় এক মন্দিরের পুজারি সহ তিনজনের নাম সামনে এলেও তাঁরা নিশ্চিতভাবে ঘটনায় জড়িত কিনা তা জানা যায়নি। ফলে এই ঘটনায় এখনও অবধি কাউকেই গ্রেফতার করা হয়নি।

গত বছর সেপ্টেম্বর মাসে হাথরস কাণ্ডে পুলিস ও প্রসাসনের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল যোগী সরকার। সিবিআইয়ের তরফেও জোটে তিরস্কার। সেই মামলার শুনানি হওয়ার আগেই ফের একবার নারকীয় অত্যাচারের ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশ। এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

আরও পড়ুন: ক্লাইম্যাক্সে একে অপরের হাত ধরে প্রাণ বাঁচানোর শপথ নিল কোভ্যাকসিন-কোভিশিল্ড