Vande bharat: মেলা থেকে ফেরার পথেই হাড়হিম ঘটনা, বন্দে ভারতের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেলেন ৪ জন

জানা গিয়েছে, নিহতরা সকলেই বিহারের পূর্ণিয়ার জানকিনগর নগর পঞ্চায়েতের চাঁদপুর ভাঙ্গাহার গ্রামের বাসিন্দা। মৃতদের সকলের বয়স ১৪ থেকে ১৮ মধ্যেই বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আজ অর্থাৎ শুক্রবার তাঁরা ভোর চারটে নাগাদ পূর্ণিয়ার দিক থেকে রেললাইন ধরে হাঁটছিলেন। ফিরছিলেন মেলা থেকে।

Vande bharat: মেলা থেকে ফেরার পথেই হাড়হিম ঘটনা, বন্দে ভারতের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেলেন ৪ জন
বন্দে ভারতে ধাক্কায় মৃত্যুImage Credit source: Tv9 Bangla

Oct 03, 2025 | 9:25 PM

বিহার: বিহারে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। মেলা দেখে ফেরার পথে অকালেই প্রাণ চলে গেল ৪ জনের। আহত আরও একজন। জানা গিয়েছে, রেল লাইন ধরে হাঁটার সময় ঘটে এই দুর্ঘটনা। সেই সময়ই বন্দে ভারতের ধাক্কায় কাটা পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু একাধিক মানুষের। আশঙ্কাজনক আর এক ব্যক্তি।

কী ঘটেছে?

জানা গিয়েছে, নিহতরা সকলেই বিহারের পূর্ণিয়ার জানকিনগর নগর পঞ্চায়েতের চাঁদপুর ভাঙ্গাহার গ্রামের বাসিন্দা। মৃতদের সকলের বয়স ১৪ থেকে ১৮ মধ্যেই বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আজ অর্থাৎ শুক্রবার তাঁরা ভোর চারটে নাগাদ পূর্ণিয়ার দিক থেকে রেললাইন ধরে হাঁটছিলেন। ফিরছিলেন মেলা থেকে। সেই সময় যোগবাণী থেকে আসছিল বন্দে ভারত। তারই ধাক্কায় প্রাণ যায় ওই যুবকদের।

জানা গিয়েছে, চারজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আর একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে পূর্ণিয়া সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনার পর সেখানে পৌঁছয় রেলওয়ে সুরক্ষা বাহিনী। পৌঁছয় পুলিশও। মৃতদেহগুলির ময়নাতদন্ত শুরু হয়েছে।

এই প্রথম নয়, এর আগও বন্দে ভারতের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অনেকে। ৩০শে সেপ্টেম্বর সহরসার হাতিয়াগাছি রেলক্রসিংয়ের কাছে বন্দে ভারতে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তবে এই রুটে অর্থাৎ মর্মান্তিক দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেই রুটে সদ্যই বন্দে ভারত চালু হয়েছে। আর তার মধ্যেই এভাবে চারজনের মৃত্যু নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে।

বস্তুত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ সেপ্টেম্বর ভার্চুয়ালি যোগবাণী এবং দানাপুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। নিয়মিত চলাচল শুরু হয় ১৭ সেপ্টেম্বর। এই ট্রেনটি সীমাঞ্চলের সঙ্গে রাজধানী পাটনার সংযোগকারী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

ট্রেনটি ভোর ৩টে বেজে ২৫ মিনিটে জগবানি থেকে ছেড়ে যায়। তারপর ভোর ৪টে বেজে ৫০ মিনিটে পূর্ণিয়া পৌঁছয়। তারপর এটি সহরসা, খাগরিয়া, সমস্তিপুর এবং মুজাফফরপুর অতিক্রম করে সকাল সাড়ে এগারোটায় পাটনার দানাপুরে পৌঁছয়।