৪১ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ, সকলকে টিকাকরণে এখনও ‘না’ কেন্দ্রের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 20, 2021 | 11:36 AM

দেশের মোট নতুন করোনা (COVID-19) সংক্রমণের ৮০.৬৩ শতাংশ আক্রান্তেরই খোঁজ মিলছে পাঁচ রাজ্যে। এই রাজ্য়গুলি হল মহারাষ্ট্র(Maharashtra), পঞ্জাব(Punjab), কেরল(Kerala), কর্নাটক (Karnataka) ও গুজরাট(Gujrat)।

৪১ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ, সকলকে টিকাকরণে এখনও না কেন্দ্রের
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আরও বাড়ল সংক্রমণ। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের সীমায় ছিল। এদিন তা সেই গণ্ডিও পার করল করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন। বিগত নভেম্বরের পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পার করল। সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃত্যুর হারও ক্রমবর্ধমান। গত ২৪ ঘণ্টাতেই দেশে ১৮৮ জনের মৃত্যু হয়েছে সংক্রমণের কারণে।

দেশে একদিনেই ৪০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪-এ পৌঁছেছে। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মৃত্যুতে মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৫৫৮-এ দাঁড়িয়েছে। সংক্রমণ বৃদ্ধি পেতেই একাধিক রাজ্যের তরফে কেবল স্বাস্থ্যকর্মী বা বয়স্ক নয়, সকলকেই টিকা দেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুক্রবার রাজ্যসভায় এই দাবির জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানান, করোনা ভাইরাসের চরিত্র বা সংক্রমণের গতিপথ অনুযায়ী সকল দেশবাসীকে  করোনা টিকা দেওয়ার প্রয়োজন নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের দেহে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তবেই ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব।

আরও পড়ুন: এখনও কি অনগ্রসরতা কাটানো যায়নি? কত প্রজন্ম ধরে চলবে সংরক্ষণ? প্রশ্ন সুপ্রিম কোর্টের

সরকারি সূত্র অনুযায়ী, বিগত একদিনে মহারাষ্ট্র, পঞ্জাব, কেরল, কর্নাটক ও গুজরাটে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রকের মতে, দেশের মোট নতুন সংক্রমণের ৮০.৬৩ শতাংশই এই পাঁচ রাজ্যে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৬৮১ জন। সংক্রমণ বৃদ্ধি পেয়েছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭৬১ জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরে সর্বাধিক আক্রান্তের সংখ্যা।

সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক রাজ্যে নয়া কোভিডবিধি জারি করা হয়েছে। গতকালই মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়, ৫০ শতাংশ কর্মী নিয়ে সমস্ত বেসরকারি অফিস, সিনেমা হল ও অন্যান্য পরিষেবা পরিচালন করতে হবে। একইভাবে, পঞ্জাব সরকারের তরফেও বাড়তি সংক্রমণের কথা মাথায় রেখে আগামী ৩১ মার্চ অবধি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নাইট কার্ফুও জারি হয়েছে ১১টি জেলায়।

আরও পড়ুন: সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল শতাব্দী এক্সপ্রেসের কামরা

Next Article