Festival of India: টিভি৯-র দুর্গাপুজোর চতুর্থ দিনে নানা অনুষ্ঠান, শিশুদের জন্য বিশেষ আয়োজন

Oct 12, 2024 | 3:27 PM

Festival of India: টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায় চতুর্থ দিনেও রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গামায়ের পুজোর মাধ্যমে দিন শুরু। এদিন শিশুদের জন্য নানা কর্মসূচি রয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়।

Festival of India: টিভি৯-র দুর্গাপুজোর চতুর্থ দিনে নানা অনুষ্ঠান, শিশুদের জন্য বিশেষ আয়োজন
১৩ অক্টোবর পর্যন্ত চলবে ফেস্টিভাল অব ইন্ডিয়া

Follow Us

নয়াদিল্লি: টিভি৯-র দুর্গাপুজোর আজ(শনিবার) চতু্র্থ দিন। ৯ অক্টোবর থেকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। প্রত্যেকদিন নানা অনুষ্ঠানে দর্শনার্থীদের মন জয় করেছে এই উৎসব। চতুর্থ দিনেও রয়েছে নানা অনুষ্ঠান। এদিন সকালে দুর্গা দেবীর পুজোর মাধ্যমে শুরু হয়েছে সারাদিনের কর্মসূচি।

কী কী অনুষ্ঠান রয়েছে শনিবার?

ফেস্টিভাল অব ইন্ডিয়ার প্রথম দিন থেকেই নানা অনুষ্ঠানে মেতে উঠেছেন দর্শনার্থীরা। তাঁরা ভিড় করেছেন টিভি৯-র দুর্গাপুজোয়। এদিন সকালে প্রথম নবমী পুজো হয়। সকালে সাড়ে ৮টায় পুজো শুরু হয়। তারপর পুষ্পাঞ্জলি এবং ভোগ নিবেদন। সকলের মঙ্গলকামনায় সকাল ১১টায় শুরু হয় যজ্ঞ। তারপর হয় চণ্ডীপাঠ। তা শুনতে ভিড় জমে দর্শনার্থীদের।

এই খবরটিও পড়ুন

চতুর্থ দিনে শিশুদের জন্য অনুষ্ঠান-

ফেস্টিভাল অব ইন্ডিয়ার চতুর্থ দিনে শিশুদের আনন্দের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা। নাচ। শিশুদের জন্য আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে, প্রত্যেকে বাড়ির তৈরি কোনও খাবার আনতে। দিদিমা-ঠাকুমার কোনও বিশেষ রেসিপিও হতে পারে। কিংবা মায়ের কোনও রেসিপি। সেই খাবারের স্টল দেবে এই মেলায়।

কলকাতার দুর্গাপুজোর আমেজ দিল্লিতে। এই লক্ষ্যেই গত বছর শুরু হয় টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে এই উৎসব। ৫ দিন ব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে। ওইসব স্টলে মেকআপ সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। নিজের পছন্দমতো জিনিসপত্র কেনাকাটা করছেন দর্শনার্থীরা। প্রথমদিন থেকেই স্টলগুলিতে ভিড় করছেন তাঁরা। এছাড়া রয়েছে দেশের নানা প্রান্তের খাবার। লখনউয়ের কাবাব, দিল্লির স্ট্রিট ফুড। পাবেন বাংলার নানা রকমের মিষ্টি। ১৩ অক্টোবর শেষ হবে এই উৎসব। দিল্লিতে কলকাতার দুর্গাপুজোর আমেজ পেতে ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ঢুঁ মেরে আসতে পারেন যে কেউ। কোনও প্রবেশমূল্য নেই।

Next Article