নয়া দিল্লি: দেশ আরও কমল সংক্রমণ। ৫৭১ দিন পর করোনা গ্রাফে স্বস্তি দিয়ে অনেকটাই কমল আক্রান্তের সংখ্যা। তবে এই করোনা চিত্র নিয়ন্ত্রণে থাকলেও কোনও রকম ঢিলেমি দিতে নরাজ দেশের প্রশাসন ও বিশেষজ্ঞরা। যে সব রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ এখনও বাড়ছে, সেই সব রাজ্যকে সতর্ক করে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে কয়েকটি রাজ্যের একাধিক জেলাকেও চিহ্নিত করেছে কেন্দ্র। ২৭টি জেলাকে আলাদাভাবে সতর্ক করা হয়েছে।
গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে অনেকটাই পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৭ হাজার ৩৫০ জন। যা গতকালের তুলনায় দু’হাজার কম হয়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ২৫২ জন।
একদিনে সক্রিয় রোগীর সংখ্যা একটুন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ জন। মোট ৮৮ হাজার ৯৯৩ জন সক্রিয় রোগী রয়েছেন। এদিকে,দেশে ৭ হাজার ৯৯৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৭৬৩ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
তবে আক্রান্তের নীরিখে এখনও দেশের দক্ষিণের দেশগুলিই এগিয়ে। তার মধ্যে প্রথমে রয়েছে কেরল। সেখানে একদিনে ২ হাজার ৪৩৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০৩ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। সেখানে ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ৫ জনের। আগের তুলানয় যেই সংখ্যাটা অনেকটাই কমেছে। তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
এদিকে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৮ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, দিল্লিতে ৩০ জনের শরীরে করোনার হদিশ মিলেছে।
এদিকে এই রাজ্যে আরও কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। তবে মৃত্যুর সংখ্যা ফের বাড়ল। গত একদিনে করোনার বলি হয়েছেন ১০ জন।গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪৩৯ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। একদিনের পজিটিভিটি রেট ১.৮৭ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৩২৭টি। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৫১৭ জন। রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৮৩ জন। মৃত্যু হয় ৬ জনের।
অন্যদিকে, গত কয়েকদিন ধরে ক্রমশ ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়েছে ভারতে। দক্ষিণ আফ্রিকা থেকে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের সূত্রপাত হলেও ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে পৌঁছে গিয়েছে সেই আতঙ্ক। একে একে ৩৮ জন আক্রান্ত হয়েছে ভারতে। অনেকেই ইতিমধ্যে করোনামুক্তও হয়েছে।
আরও পড়ুন: Petrol Price Today: অপরিশোধিত তেলের দাম কমল, দেশের বাজারে কমবে পেট্রোল ডিজেলের দাম