মহরমের শোভাযাত্রায় দেশবিরোধী স্লোগান, গ্রেফতার ৬, শিবরাজ বললেন ‘তালিবানি মনোভাব’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 21, 2021 | 7:22 AM

ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও পুলিশ পরেরদিন সকাল অবধি অপেক্ষা করে এবং ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয়েই ওই ছয়জনকে গ্রেফতার করে। বাকিদের এখনও খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

মহরমের শোভাযাত্রায় দেশবিরোধী স্লোগান, গ্রেফতার ৬, শিবরাজ বললেন তালিবানি মনোভাব
মহরমের শোভাযাত্রার চিত্র।

Follow Us

ভোপাল: করোনাবিধি ভেঙেই জাকজমকে পরিপূর্ণভাবে চলছিল শোভায়াত্রা। সেই মহরমের মিছিলেই উঠল দেশবিরোধী স্লোগান (Anti-national Slogan)। মধ্য প্রদেশ(Madhya Pradesh)-র উজ্জয়নে একটি মহরমের মিছিলে পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনায় জড়িত ছয় ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)-ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ধরনের তালিবানি সংস্কৃতি এ দেশে মেনে নেওয়া হবে না।”

বৃহস্পতিবার উজ্জয়নের গীতা কলোনি দিয়ে মহরমের মিছিল যাচ্ছিল। কিন্তু করোনা বিধিনিষেধ অনুযায়ী, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। সেই কারণেই পুলিশ মিছিল আটকায়। কথাবার্তা ধীরে ধীরে বাক-বিতন্ডায় পরিণত হয়ে যায়। এরপরই মিছিলের ভিতর থেকে কয়েকজন “পাকিস্তান জিন্দাবাদ” সহ নানা দেশবিরোধী স্লোগান দিতে থাকে। এরপরই  খারাকুয়ান পুলিশ স্টেশনে ১০ জন চিহ্নিত ব্যক্তি ও অন্য়ান্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সুপার সতেন্দ্র কুমার শুক্লা জানান, ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে ১০ জনকে চিহ্নিত করা গিয়েছে। প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও পুলিশ পরেরদিন সকাল অবধি অপেক্ষা করে এবং ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয়েই ওই ছয়জনকে গ্রেফতার করে। বাকিদের এখনও খোঁজ চলছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে পুলিশ সুপার বলেন, “আমরা ৬ জনকে গ্রেফতার করেছি এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তাদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।”

মহরমের শোভাযাত্রার অনুমতি না দেওয়ার কারণেই দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে নাকি, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আয়োজকদের সঙ্গে আমাদের আগেই কথা হয়েছিল এবং পরিস্থিতি বিবেচনা করে তারাও মিছিল বের না করতেই রাজি হয়েছিল।”

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ঘটনাটি জানতে পেরে ক্ষোভ করেন এবং কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেন। তালিবান প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের দেশে এইধরনের তালিবানি মানসিকতাকে কোনওভাবেই মেনে নেওয়া হবেনা। হাতে গোনা কয়েকজন বাদে আমরা সকলেই দেশপ্রেমী। যারা তালিবান মানসিকতাকে সমর্থন করে বা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের কড়া হাতে দমন করা হবে।” আরও পড়ুন: ফেরাতে প্রস্তুত বায়ুসেনা, তৈরি বিমানও, কিন্তু কাবুল বিমানবন্দরে আসবেন কী ভাবে ভারতীয়রা?

Next Article