Minor Abuse: ধর্মীয় স্থানের শৌচালয়ে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৬০ বছরের প্রৌঢ়

এই ঘটনা নিয়ে কেকড়ির পুলিশ সুপার রাজকুমার গুপ্তা জানিয়েছেন, ৯ অগস্ট সন্ধ্যা ৮ট নাগাদ এই ঘটনা ঘটেছে। ধর্মীয় স্থানের কাছেই বাচ্চা মেয়েটি খেলছিল। সে সময় অভিযুক্ত ব্যক্তি ধর্মীয় স্থানের শৌচাগার নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ।

Minor Abuse: ধর্মীয় স্থানের শৌচালয়ে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৬০ বছরের প্রৌঢ়
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 1:45 AM

আজমেঢ়: সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ৬০ বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। রাজস্থানের কেকড়ি জেলায় ঘটেছে এই ঘটনা। গ্রামের পাশে থাকা একটি ধর্মীয় স্থানের শৌচালয়ে এই যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর গ্রাম থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাঁকে বিজয়নগর শহরের কাছে দৌলতপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনা ৯ অগস্ট ঘটেছিল। ঘটনার পরম্পরায় ভয় পেয়ে যায় নির্যাতিতার পরিবার। ২০ অগস্ট থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবারের লোকেরা। এর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন অভিযুক্ত।

এই ঘটনা নিয়ে কেকড়ির পুলিশ সুপার রাজকুমার গুপ্তা জানিয়েছেন, ৯ অগস্ট সন্ধ্যা ৮ট নাগাদ এই ঘটনা ঘটেছে। ধর্মীয় স্থানের কাছেই বাচ্চা মেয়েটি খেলছিল। সে সময় অভিযুক্ত ব্যক্তি ধর্মীয় স্থানের শৌচাগার নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, বাচ্চাটি মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিল ৯ অগস্ট। তার মা যখন অন্যদের সঙ্গে পুজো দিতে ব্যস্ত ছিল তখন বাচ্চাটি খেলছিল। নির্যাতিতার মা ওই দিনই ঘটনার কথা জেনেছিলেন। কিন্তু তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সে জন্য ঘটনার কথা কাউকে জানাননি তিনি। ২০ অগস্ট তাঁর স্বামী ফিরে আসেন এবং নির্যাতিতার মা গোটা ঘটনা তাঁর স্বামীকে জানান। এর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেয় পুলিশ।

পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্ত কোনও কাজের সঙ্গে যুক্ত নয়। তাই দিনের বেশিরভাগ সময়ই মন্দিরে কাটত তাঁর। কিন্তু এই ঘটনার পর থেকে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন তিনি। পরে তাঁকে গ্রেফতার করা হয়।