Corona Virus: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে একদিনে বাড়ল আক্রান্তের সংখ্যা, করোনার বলি ৩১৮ জন

Corona Cases: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন।

Corona Virus: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে একদিনে বাড়ল আক্রান্তের সংখ্যা, করোনার বলি ৩১৮ জন
ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে (ছবি- পিটিআই)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 12:26 PM

নয়া দিল্লি: বিশ্বে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন সংক্রমণ। বাদ পড়েনি ভারতও (India)। দেশে এখনও পর্যন্ত ২০০ জন সংক্রমিত হয়েছেন। তবে এই ওমিক্রন আতঙ্কের মধ্যেও স্বস্তি রয়েছে দেশের করোনা গ্রাফে (Corona)। গতকালের তুলনায় সামান্য় বেড়েছে আক্রান্তের সংখ্যা।

গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে বড়সড় পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৫ হাজার ৩২৬ জন। একদিনে করোনার বলি হয়েছেন ৩১৮ জন।

এদিকে, দৈনিক সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০৭ জন। মোট ৭৮ হাজার ১৯০ জন সক্রিয় রোগী রয়েছেন। করোনাকে হারিয়ে দেশে একদিনে ৬ হাজার ৯০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ১ হাজার ৯৬৬ জন করোনামুক্ত হয়েছেন।

তবে আক্রান্তের নীরিখে এখনও দেশের দক্ষিণের দেশগুলিই এগিয়ে। তার মধ্যে প্রথমে রয়েছে কেরল। সেখানে একদিনে ২ হাজার ৭৪৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩৩ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। সেখানে ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ১৪ জনের। আগের তুলানয় যেই সংখ্যাটা অনেকটাই কমেছে। তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

এদিকে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২৩ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু হয়নি। তবে ফের ভাবাচ্ছে রাজধানী। বিগত কয়েকদিন আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে এলেও একটু-একটু করে তা বাড়তে শুরু করে দিয়েছে। একদিনে ১০২ জনের শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে।

এই রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রনের থাবা তেমন ভয়ঙ্কর আকার ধরেনি। একজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেলেও পরবর্তীতে তার রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে রাজ্যে সার্বিক করোনা পরিস্থিতিও ক্রমশ স্বস্তি দিচ্ছে। গতকালের তুলনায় আজ কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। মৃতের সংখ্যাও বেড়েছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৪০ জন, কমেছে মৃতের সংখ্যাও। একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে, গতকাল সেই সংখ্য়াটা ছিল ৭।

আরও পড়ুন: Omicron Variant Live Update: ফেব্রুয়ারিতেই দেশে ওমিক্রনের ঢেউ, চতুর্থ ডোজ় দিতে রাজি ইজরায়েল

আরও পড়ুন: Jagdeep Dhankhar: পুরভোটের ফল প্রকাশের পরের দিন অমিত শাহের বাড়িতে ধনখড়