ত্রিপুরায় চারজনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাত

চার জন কিশোরীর মধ্যে তিন জন নাবালিকা। একজনের বয়স ১৮ বছর। বাইকে (Byke) করে ঘুরতে যেতে রাজি হয়েছিল চার জন কিশোরী।

ত্রিপুরায় চারজনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাত
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jun 14, 2021 | 11:32 PM

আগরতলা: চার কিশোরীকে আট জন মিলে ধর্ষণ। ত্রিপুরার Tripura) ঘটনায় চাঞ্চল্য। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পূর্ব পরিচিত হওয়ার সুযোগ নিয়ে ধর্ষণ বলে (Rape) অভিযোগ। ঘটনায় অভিযুক্ত আট জনের মধ্যে পুলিশের জালে ধরা পড়েছে সাত জন। তবে একজন পলাতক। তাকে খুঁজছে পুলিশ।

ত্রিপুরার বর্ধমানঠাকুরপুরা এলাকার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। চার জন কিশোরীর মধ্যে তিন জন নাবালিকা। একজনের বয়স ১৮ বছর। বাইকে করে ঘুরতে যেতে রাজি হয়েছিল চার জন কিশোরী। তারপর কিছুটা দূরে এক রবার বাগানে নিয়ে গিয়ে আট জন মিলে তাদের ধর্ষণ করে। পরের দিন ধর্ষিতদের পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে।

শ্রীনগর থানার পুলিশ কর্তা মানিক দেবনাথ বলেন, দোষ প্রমাণ হলে কড়া শাস্তি হবে। সাত জন ধৃতর বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। ঘটনার সমালোচনা করেন স্থানীয় মানুষেরা। পূর্ব পরিচিত হওয়ার কারণেই তাদের ফাঁদে পা দিয়েছিল বলে জানিয়েছে ওই চার জন কিশোরী।

আরও পড়ুন: ICU থেকে সমরেশ মজুমদারকে স্থানান্তর করা হল HDU-তে