নয়া দিল্লি: প্রায় দুবছর ধরে করোনা (Corona) জর্জরিত গোটা দেশ (India)। কখনও বেড়েছে কখনো কমেছে করোনা। বিগত দু মাস আগেও করোনা সংক্রমণ বেড়ে পনেরো হাজারের কাছাকাছি ছিল। এরপর সেই সংখ্য়াটা কমে ১০ হাজারের পৌঁছায়। গত কয়েকদিন ধরে সেই সংখ্যাটা কখনও আট কখনও বা দশ হজার হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। গতকাল সেই সংখ্য়াটা ৭ হাজার ৯৯২ হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। একদিনে করোনার বলি হয়েছেন ৩০৬ জন।
একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯৬। মোট ৯২ হাজার ২৮১ জন আক্রান্ত হয়েছেন। এদিকে,দেশে ৮ হাজার ৪৬৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
তবে আক্রান্তের নীরিখে এখনও দেশের দক্ষিণের দেশগুলিই এগিয়ে। তার মধ্যে প্রথমে রয়েছে কেরল। সেখানে একদিনে ৩ হাজার ৭৯৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪৫ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। সেখানে ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ২০ জনের। আগের তুলানয় যেই সংখ্যাটা অনেকটাই কমেছে। তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৬৮১ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।
এদিকে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২১ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, দিল্লিতে ৫২ জনের শরীরে করোনার হদিশ মিলেছে।
এই রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তি দিচ্ছে। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬২৮। আজ সেই সংখ্যা কমেছে আরও কিছুটা। দৈনিক আক্রান্তের সংখ্যা আজ ৬১০। তবে মৃতের সংখ্যে গতকালের তুলনায় বেড়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ১০ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১২ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। সেই সঙ্গে কমেছে পজিটিভিটি রেটও। শনিবারের বুলেটিন অনুযায়ী, সেই হার ১.৬৩ শতাংশ।
তবে, যে সব রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ এখনও বাড়ছে, সেই সব রাজ্যকে সতর্ক করে ইতিমধ্যে চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ নিয়ে রাজ্যগুলিকে সর্তক থাকার জন্য শনিবার চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তার মধ্যে কয়েকটি রাজ্যের একাধিক জেলাকেও চিহ্নিত করেছে কেন্দ্র। ২৭টি জেলাকে আলাদাভাবে সতর্ক করা হয়েছে। এই তালিকায় কলকাতারও নাম রয়েছে। একই সঙ্গে মিজোরাম, কেরল এবং সিকিম এই তিন রাজ্যের মোট আটটি জেলাকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: MP Mahua Moitra: মহুয়া মৈত্র আর বেশি দিন তৃণমূলে থাকবেন না, বিজেপি সাংসদের মন্তব্যে নয়া জল্পনা