
ভারতী দুবে
মুম্বই: প্রাণের উৎসবে মেতেছে বাংলা। আলোয় ঝলমল করছে তিলোত্তমা। মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে বাড়ছে ভিড়। শ্রীভূমি থেকে চেতলা, সর্বত্রই দর্শনার্থীদের ঢল। পুজোর রেশ সুদূর মুম্বইতেও। সেখানেও সেজে উঠেছে উমা। মুম্বইয়ের জনপ্রিয় দুর্গাপুজোর কথা উঠলেই বারবার উঠে আসে মুখোপাধ্যায় পরিবারের পুজোর কথা। প্রতি বছরের মতো এবারও উমা বন্দনায় মেতে উঠতে দেখা গেল রানি মুখোপাধ্যায়, কাজল, তনিশা মুখোপাধ্যায়দের। ৭৯ বছরের ঐতিহ্য, তার সঙ্গেই মিলে গিয়েছে একাধিক খ্যাতনামা বলিউড তারকার ঝলমলে উপস্থিতি।
প্রত্যেক বছরই সান্তাক্রুজের নর্থ বম্বে দুর্গাপুজো-য় প্রতিমা দর্শনে আসতে দেখা যায় দিকপাল সব সেলেবদের। ষষ্ঠীতে দেবীর বোধন থেকে অষ্টমীতে পুষ্পাঞ্চলি থেকে দশমীতে ধুনুচি নাচ থেকে ভোগ বিতরণ, সব কিছুই চলে মহাসমারোহে। একদিকে যেমন জুড়ে থাকে মুখোপাধ্যয়া পরিবারের আবেগ। তেমনই এই পুজোর ছত্রে ছত্রে মিশে থাকা গ্ল্য়ামারের ঝলকানি নজর কাড়ে গোটা দেশের। এদিকে এ বছর মুখোপাধ্যায় পরিবারের অন্যতম সদস্য তথা অভিনেতা দেব মুখোপাধ্যায় আর নেই। তাই পুজোর আবহেও গোটা পরিবারের কোণে বিষাদের রেশ। তাঁর স্মৃতি বুকেই নিয়েই চলছে পুজো।
পুজো শুরু আগেই সহ-আয়োজক হিসাবে সমস্ত তোড়জোড়ে কোমর বেঁধে নামতে দেখা গিয়েছিল রানি মুখোপাধ্যায়কে। এবার তো পুজোর মূল আচার শুরুর আগেই মণ্ডপে এসে ছবি তুলতে দেখা যায় রানি-কাজলকে। দুর্গার কাছে করেন প্রার্থনাও। ইতিমধ্যেই সেই ছবিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। তারপর থেকেই এই পুজো নিয়ে বলিউডের আনাচে-কানাচে উৎসবের ধুম।