UP Tractor Accident : ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে উদ্ধার ৮ কৃষকের দেহ, ক্ষতিপূরণ ৫ লক্ষ টাকা করে

UP Tractor Accident : শনিবার মান্ডি থেকে ফেরার পথে কৃষকদের নিয়ে গাড়া নদীর জলে পড়ে গিয়েছিল ট্রাক্টর। সেই ঘটনায় ৮ জন মৃতদেহ উদ্ধার হল রবিবার।

UP Tractor Accident : ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে উদ্ধার ৮ কৃষকের দেহ, ক্ষতিপূরণ ৫ লক্ষ টাকা করে
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 7:00 PM

লখনউ : মান্ডি থেকে ফেরার পথে ট্রাক্টর-ট্রলি পড়ে গিয়েছিল নদীতে। সেই ট্রাক্টরে ২২ জন কৃষক ছিল বলে জানা গিয়েছে। ২২ জনের মধ্যে ১৪ জন কোনওমতে নদী সাঁতরে উঠে এসেছিলেন। তবে গতকাল থেকেই বাকি ৮ জন ছিলেন নিখোঁজ। এই দুর্ঘটনার পরই সঙ্গে সঙ্গে উদ্ধারাভিযান নেমে পড়ে পুলিশ ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার সেই নিখোঁজদের দেহ পাওয়া গেল। আধিকারিক জানিয়েছেন, ৮ জন কৃষকদের দেহ মিলেছে।

শনিবারের ঘটনা। মান্ডিতে শশা বিক্রি করতে গিয়েছিলেন কৃষকরা। মান্ডিতে নিজেদের উৎপাদিত শশা বিক্রি করে সকাল ১১ টা নাগাদ আবার নিজেদের বেগরাজপুর গ্রামে ফিরছিলেন। মাঝ পথেই ট্রাক্টরের চাকা খুলে বেরিয়ে যায়। আর পালি এলাকার কাছে গাড়া সেতুর কাছে এই ঘটনা ঘটে। চাকা খুলে যাওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়া সেতুর একটার পর একটা রেলিং ভেঙে কৃষকদের নিয়েই গাড়া নদীতে পড়ে সেই ট্রাক্টর। সঙ্গে সঙ্গেই সাহায্য়ের জন্য জড়ো হন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে পুলিশ। ২২ জনের মধ্য়ে ১৪ জন কোনওভাবে সাঁতরে জল থেকে উঠে আসেন। এদিকে খবর পেয়ে পড়শি গ্রাম থেকে ছুটে আসেন দুর্ঘটনাগ্রস্ত কৃষকদের পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে যান জেলা শাসক অবিনাশ কুমার। তিনি নিজে উদ্ধার অভিযানের তদারকি করেন। এই উদ্ধারকাজে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও মোতায়েন মোতায়েন করা হয়। দীর্ঘ ১৫ ঘণ্টা অভিযান চালিয়ে রবিবার ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

হারদোইয়ের জেলাশাসক অবিনাশ কুমার বলেছেন, ‘গাড়া নদীতে ১৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৮ জনের দেহ উদ্ধার করেছে। অভিযান বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসন মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবে।’