বন্যা ও ধসে ব্যাপক বিপর্যয়, ৯ জনের মৃত্যু, নিখোঁজ বহু

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 25, 2021 | 8:53 AM

কর্ণাটকে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বন্যা ও ধসে ব্যাপক বিপর্যয়, ৯ জনের মৃত্যু, নিখোঁজ বহু
বৃষ্টিতে ভাসছে উপকূলবর্তী এলাকা

Follow Us

বেঙ্গালুরু: মহারাষ্ট্রের পর এ বার কর্ণাটক। প্রবল বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। বিশেষত উপকূল সংলগ্ন এলাকায় বাড়ছে বৃষ্টির জেরে নেমেছে ধস, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কর্ণাটকে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ। নীচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩১ হাজারের বেশি মানুষকে। ২২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে, প্রস্তত রয়েছে ২৩৭টি ত্রাণ শিবির।

কর্ণাটকের বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮৩টি গ্রামের প্রায় ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। মৃতদের মধ্যে রয়েছে উত্ত কন্নড়ের চারজন বাসিন্দা, বেলাগাভির দুই বাসিন্দা, বাকি তিনজন চিকমাগালুরু, ধারওয়াড় ও কোদাগুর বাসিন্দা। মোট সাতটি জায়গায় ধস নেমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬০০ বাড়ি। বন্যায় ভেসে গিয়েছে ৫৮ হাজার হেক্টর চাষের জমি। ৫৫৫ কিলোমিটার রাস্তা কার্যত অবরুদ্ধ। ৩৫০০ ইলেকট্রিক পোস্ট পড়ে যাওয়া বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলেছেন। আজ, রবিবার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সাতটি টিম ও বিপর্যয় রাজ্য মোকাবিলা দফতরের ১৫টি টিম। নৌবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারকাজে। গ্রাম পঞ্চায়েতগুলিকেও উদ্ধারকাজে নিযুক্ত করা হয়েছে। কর্ণাটকের সরকারের তরফে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

অন্যদিকে, মহারাষ্ট্রেও বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়ঙ্কর। ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আরও পড়ুন: নিরাপদ হলেও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে কোভিশিল্ডে, ল্যানসেটে গবেষণাপত্র বাঙালির

Next Article