নয়া দিল্লি : ভারতে বিমান দুর্ঘটনা বা হেলিকপ্টার দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছিল হেলিকপ্টার। তাৎপর্যপূর্ণভাবে, আজ থেকে ঠিক ২৮ বছর আগে এই একইরকমভাবে দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় সেনা শীর্ষ আধিকারিক। ১৯৯৩ সালে ভুটানে ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে সেনার একটি হেলিকপ্টার। তখন হেলিকপ্টারে ছিলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সেনা প্রধান জামিল মহম্মদ ও তাঁর স্ত্রী। উল্লেখযোগ্যভাবে সেই সময়েও হেলিকপ্টারটি ছিল এমআই-১৭।
২৫ মার্চ, ১৯৯১ : ইয়েলাহাঙ্কা স্টেশনের কাছে ভারতীয় বায়ুসেনার অভ্র-এইচএস-৭৪৮ ভেঙে পড়েছিল। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২৫ জন।
১৯৯৩ সাল: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সেনা প্রধানের। দুর্ঘটনার সময় তাঁর স্ত্রীও ছিলেন সঙ্গে। ভুটানে ঝড়-বৃষ্টির কবলে পড়েছিলে এমআই-১৭ হেলিকপ্টারটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সস্ত্রীক জামিল মহম্মদের।
৭ মার্চ, ১৯৯৯ : যেদিন ভারতীয় বিমান বাহিনী পোখরানের মরুভূমিতে “বায়ুশক্তি-99”-এ তাদের শক্তি প্রদর্শন করছিল, সেই সময় দিল্লিতে অ্যান্টোনোভ-৩২ জেট বিমান দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনায় ১৮ জন সেনাকর্মী সহ মোট ২১ জনের মৃত্যু হয়েছিল। বিমান জরুরিকালীন পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবতরণ করেন। কোনও একটি দুর্ঘটনায় এত জন সেনা জওয়ানের মৃত্যুর ঘটনা ভারতে এই প্রথম।
১ মার্চ, ২০০২ : লোকসভার স্পিকার জিএমসি বালযোগী অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। পাঁচ আসন বিশিষ্ট এক প্রাইভেট হেলিকপ্টারে ছিলেন তিনি। দুর্ঘটনায় লোকসভার অধ্যক্ষ ছাড়াও আরও দুই জনের মৃত্যু হয়েছিল।
বুধবার দুপুর ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। বিকট আওয়াজ কানে যেতেই ছুটে আসেন গ্রামবাসীরা। পাহাড়ি এলাকায় একটি বাড়ি সামনে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এলাকাবাসী সেখানে পৌঁছে দেখেন, কপ্টারটি টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। আর তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
পার্বত্য অঞ্চলে ঘন জঙ্গলের মধ্যে কপ্টারটি আছড়ে পড়ে। পাশাপাশি, গত কয়েকদিন ধরে এলাকায় বৃষ্টিও হয়েছে। হেলিকপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় মধুলিকা রাওয়াতের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই প্রাণ হারান তিনি। বায়ু সেনার তরফে জানানো হয়েছে, বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন : CDS Bipin Rawat: লাল ফৌজকে কড়া জবাব থেকে রাষ্ট্রপুঞ্জের কঙ্গো অভিযান… সমরকুশলী রাওয়াত