Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CDS Bipin Rawat: লাল ফৌজকে কড়া জবাব থেকে রাষ্ট্রপুঞ্জের কঙ্গো অভিযান… সমরকুশলী রাওয়াত

CDS Bipin Rawat Biography: উত্তর কিভুর রাজধানী গোমার রাস্তায় এবং যেখানে ভারতীয় ব্রিগেড ছিল, সেখানে উত্তেজিত জনতা প্রায়ই রাষ্ট্রপুঞ্জের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ত। সেখানে দায়িত্ব নেওয়ার পর বিপিন রাওয়াত অত্যন্ত সুকৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন।

CDS Bipin Rawat: লাল ফৌজকে কড়া জবাব থেকে রাষ্ট্রপুঞ্জের কঙ্গো অভিযান... সমরকুশলী রাওয়াত
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 5:38 PM

নয়া দিল্লি : তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছে সেনা হেলিকপ্টার। নীলগিরির জঙ্গলে এক দুর্গম এলাকায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে ছিলেন দেশের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও। সূত্রের খবর, দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন সিডিএস বিপিন রাওয়াত। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর দেশের চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত। দীর্ঘ দিনের সেনা জীবনে বর্ণময় অধ্যায় জড়িয়ে রয়েছে প্রতিরক্ষা প্রধানের।

বিপিন রাওয়াতের সামরিক জীবন

১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর গোর্খা রাইফেলসের ৫/১১ ইউনিটে কমিশন পান বিপিন রাওয়াত। গোর্খা রাইফেলসেই এই ইউনিটেই কর্মরত ছিলেন তাঁর বাবা। দীর্ঘ এক দশক ধরে বিভিন্ন জঙ্গি দমন অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। উচ্চ পার্বত্য এলাকায় অভিযান চালানোয় সিদ্ধহস্ত তিনি।

মেজর পদে থাকাকালীন জম্মু ও কাশ্মীরের উরিতে সেনার এক কোম্পানির নেতৃত্ব দিয়েছেন তিনি। পরবর্তী সময়ে কর্নেল পদে, কিবিথুতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব সেক্টরে ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটালিয়নের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিজের কর্মদক্ষতা এবং দেশের প্রতি ভালবাসায় ক্রমেই সেনার উচ্চ পদে উঠে আসেন তিনি। ব্রিগেডিয়ার হিসেবে পদোন্নতির পর তিনি সোপোরে রাষ্ট্রীয় রাইফেলসের পঞ্চম সেক্টরের দায়িত্ব নিয়েছিলেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ‘চ্যাপ্টার সেভেন মিশনে’ এক বহুজাতিক ব্রিগেডের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে বিপিন রাওয়াতের। সেই দায়িত্বে থাকাকালীন তিনি দুই বার ফোর্স কমান্ডারের সম্মানে ভূষিত হন।

মেজর জেনারেল পদে আসার পর, রাওয়াত উরিতে ১৯তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে, তিনি পুনেতে সাউদার্ন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। মাঝে ডিমাপুরে সেনার সদর দফতর তৃতীয় কর্পস কমান্ডারের দায়িত্ব নিয়েছিলেন।

পরবর্তী সময়ে ২০১৬ সালের ১ জানুয়ারি সেনা কমান্ডার পদে আসার পর সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই পদে অবশ্য খুব বেশিদিন ছিলেন না রাওয়ান। দ্রুত তাঁকে আরও বেশি দায়িত্ব দেওয়া হয় প্রতিরক্ষায়। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নেন। আড়াই মাস সেই পদে থাকার পর আরও গুরু দায়িত্ব। ওই বছরেরই ১৭ ডিসেম্বর চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

রাওয়াতের সামরিক জীবনে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়

১৯৮৭ সালে সুমডোরং চু উপত্যকায় ভারত-চিন মুখোমুখি সংঘর্ষের সময়, রাওয়াতের ব্যাটালিয়নকে চিনা লাল ফৌজের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল। ১৯৬২ সালের যুদ্ধের পরে বিতর্কিত ম্যাকমোহন লাইন বরাবর প্রথম সামরিক সংঘর্ষ ছিল এই এটি।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের এক বহুজাতিক সামরিক কর্মসূচি মিশন চ্যাপ্টার সেভেনের নেতৃত্ব দিয়েছেন রাওয়াত। সামরিক জীবনে রাওয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। বিপিন রাওয়াত যখন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে রাষ্ট্রপুঞ্জের উত্তর কিভু ব্রিগেডের দায়িত্ব নেন, তখন সেখানকার পরিস্থিতি খুব একটা ভাল যাচ্ছিল না।

সেখানকার স্থানীয় বাসিন্দারা রাষ্ট্রপুঞ্জের শান্তি রক্ষা বাহিনীর কথা শুনছিল না। সেখানকার জনজীবনে কী পরিবর্তন এসেছে, তা নিয়ে প্রশ্ন উঠছিল। ওই সামরিক কর্মসূচিতে স্থানীয়দের নিরাপত্তার জন্য তেমন কিছুই করছিল না বলে অভিযোগ উঠছিল। উত্তর কিভুর রাজধানী গোমার রাস্তায় এবং যেখানে ভারতীয় ব্রিগেড ছিল, সেখানে উত্তেজিত জনতা প্রায়ই রাষ্ট্রপুঞ্জের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ত। সেখানে দায়িত্ব নেওয়ার পর বিপিন রাওয়াত অত্যন্ত সুকৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন।

এরপর ২০১৫ সালে মণিপুরে এক জঙ্গি হানায় আঠারো জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। সেই সময় ডিমাপুরে তৃতীয় কর্পস কমান্ডারের নেতৃত্বে ছিলেন রাওয়াত। ভারতীয় সেনার প্যারাসুট রেজিমেন্ট সেই জঙ্গি হানার যোগ্য জবাব দিয়েছিল।

আরও পড়ুন : Army Chopper Crash: উদ্ধার করা হচ্ছে ঝলসে যাওয়া দেহ, কীভাবে ভেঙে পড়ল Mi17 হেলিকপ্টার?

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'