AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: চিৎকার করে ছাউনি মাথায় তুলল মা হাতি! জওয়ানরা ছুটে যেতেই হল থ…

Jalpaiguri: বন দফতর তরফে জানা গিয়েছে, শনিবার বিকালে জল খেতে গিয়ে কুয়োর মধ্য়ে পড়ে যায় ওই হাতির শাবক। তখনই সন্তানকে বাঁচাতে তৎপর হয় মা হাতি। কিন্তু তাকে উদ্ধার করতে না পেরে, চিৎকার করতে থাকে সে।

Jalpaiguri: চিৎকার করে ছাউনি মাথায় তুলল মা হাতি! জওয়ানরা ছুটে যেতেই হল থ...
Image Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 11:58 PM

জলপাইগুড়ি: কুয়ো থেকে একটু জল খেতে এসেছিল খুদে হাতির শাবকটি। তবে এটা প্রথম নয়, অহরহই সেখানে যাতায়াত রয়েছে তার। কিন্তু শনিবারেই ঘটতে হল বিপদ। জল খেতে গিয়ে কুয়োয় পড়ল খুদে শাবকটি।

ঘটনা জলপাইগুড়ির বিন্নাগুড়ি গোর্খা রেজিমেন্টের সেনা ছাউনির। এই সেনা ছাউনির সঙ্গে লাগোয়া রয়েছে একটি হাতির করিডর। তাই মাঝে মধ্যে সেই ছাউনির কুয়ো থেকে জল খেতে ভিড় করে হাতির দল। শনিবার বিকালেও সম্ভবত পার্শ্ববর্তী রেতি জঙ্গল থেকেই নিজের মায়ের সঙ্গে এসেছিল ওই হাতির শাবকটি, এমনটাই অনুমান।

বন দফতর তরফে জানা গিয়েছে, শনিবার বিকালে জল খেতে গিয়ে কুয়োর মধ্য়ে পড়ে যায় ওই হাতির শাবক। তখনই সন্তানকে বাঁচাতে তৎপর হয় মা হাতি। কিন্তু তাকে উদ্ধার করতে না পেরে, চিৎকার করতে থাকে সে। হাতির শব্দ পেতেই ছুটে আসে সেনা। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডকে। ঘটনাস্থলে পৌঁছয় তারা।

খবর পাওয়া মাত্র বনকর্মীদের সঙ্গে সেই ছাউনিতে ছুটে যান বন বিভাগের এডিএফও রাজীব দে। এরপর টানা ৩৫ মিনিটের চেষ্টায় শাবকটিকে কুয়ো থেকে নিরাপদে উদ্ধার করেন বনকর্মীরা। তারা জানায়, হাতি শাবকটি সুস্থই ছিল। বিপদ বাড়ার আগেই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আপাতত তারা আবার জঙ্গলে ফিরে গিয়েছে বলেই খবর।