Jammu and Kashmir: ধিক্কার! কাশ্মীরে নিরপরাধ ফুচকাওয়ালা, কাঠমিস্ত্রিকে গুলি করে মারল জঙ্গিরা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 16, 2021 | 8:57 PM

Kashmir: নিহত এই ফুচকা বিক্রেতার নাম অরবিন্দ কুমার শাহ। অরবিন্দের বাড়ি বিহারে। শ্রীনগরে থাকতেন তিনি।

Jammu and Kashmir: ধিক্কার! কাশ্মীরে নিরপরাধ ফুচকাওয়ালা, কাঠমিস্ত্রিকে গুলি করে মারল জঙ্গিরা
নিরপরাধ সাধারণ মানুষকে মেরে ভয়ের বাতাবরণ তৈরি করাই সন্ত্রাসবাদের মূল লক্ষ্য।

Follow Us

শ্রীনগর: নিরপরাধ সাধারণ মানুষকে মেরে ভয়ের বাতাবরণ তৈরি করাই সন্ত্রাসবাদের মূল লক্ষ্য। সবসময় যে তাতে সাফল্য আসে তেমন নয়। তবে এও ঠিক, বহু সময় নিরপরাধ মানুষের প্রাণ যায় এই পৈশাচিক খেলায়। শনিবারই উপত্যকায় (Jammu Kashmir) দুই সাধারণ নাগরিকের প্রাণ নিল জঙ্গিরা। একজন ফুচকা বিক্রেতা, অপরজন কাঠের কাজ করতেন। এই নিয়ে গত দু’সপ্তাহে মোট ৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

নিহত এই ফুচকা বিক্রেতার নাম অরবিন্দ কুমার শাহ। অরবিন্দের বাড়ি বিহারে। শ্রীনগরে থাকতেন তিনি। ফুচকা বিক্রি করতেন। শনিবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে তাঁকে খুন করা হয়। অন্যদিকে সাগির আহমেদ নামে এক কাঠমিস্ত্রিকেও গুলি করে খুন করা হয়েছে বলে খবর। তাঁকে পুলওয়ামায় মারে জঙ্গিরা। সাগির আহমেদ উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু কাজের সূত্রে জম্মু কাশ্মীরে থাকতেন।

কাশ্মীর পুলিশ প্রথমে টুইটারে জানিয়েছিল, দুই সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। পরে জানায়, দু’জনই মারা গিয়েছেন। কাশ্মীর পুলিশের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘দু’জন নন-লোকাল লেবারকে গুলি করা হয়েছে। একজনের নাম সাগির আহমেদ। তিনি উত্তর প্রদেশের সাহারণপুরের বাসিন্দা। তাঁকে পুলওয়ামায় গুলি করা হয়। অন্যজনের নাম অরবিন্দ কুমার শাহ। বিহারের বাঁকার বাসিন্দা তিনি। তাঁর মৃত্যু হয়েছে শ্রীনগরে। এলাকা সিল করে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান চলছে।’

এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। লিখেছেন, ‘একজন ফুচকা বিক্রেতাকে গুলি করে মারার তীব্র বিরোধিতা করছি। সাধারণ নিরপরাধ মানুষকে খুনের আরও একটি ঘটনা ঘটল। এই অরবিন্দ কুমাররা পেটের দায়ে শ্রীনগরে আসেন। তাঁদের যদি প্রাণ যায় তা অত্যন্ত অনুশোচনার, অনুতাপের বিষয়।’

আরও পড়ুন: Jammu and Kashmir: উত্তপ্ত উপত্যকা! ৪৮ ঘণ্টা পর পুঞ্চে উদ্ধার দুই সেনার দেহ, পুলওয়ামায় ফের জঙ্গি হামলা

Next Article