Bizarre: অফিস যাচ্ছিলেন, চলন্ত স্কুটির সামনে থেকেই হঠাৎ যা বেরিয়ে এল…দেখেই আত্মারাম খাঁচা ছাড়া মালিকের
Bizarre: কিছুটা এগিয়ে গিয়েছেন গন্তব্যের দিকে। ঠিক এমন সময় দেখলেই স্কুটির সামনে কোনও এক ফাঁক থেকে কিছু একটা অদ্ভুত দর্শন বেরিয়ে আছে।

ধরুন আপনি সকালবেলা রেডি হয়ে অফিস যাচ্ছেন। বাড়ির গ্যারাজ থেকে নিজের স্কুটিটা বার করে সবে স্টার্ট দিয়েছেন। কিছুটা এগিয়ে গিয়েছেন গন্তব্যের দিকে। ঠিক এমন সময় দেখলেই স্কুটির সামনে কোনও এক ফাঁক থেকে কিছু একটা অদ্ভুত দর্শন বেরিয়ে আছে। কখনও কখনও আবার নড়ছে। আরেকটু ভাল করে দেখতেই চোখে পড়ল স্কুটির ভিতর থেকে যে জিনিসটা বেরিয়ে আছে সেটা আসলে একটা আস্ত সাপ! তখন কী করবেন? শুনলেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে কাদাপা জেলার, ভেম্পাল্লির শিবকেশব রেড্ডির সঙ্গে।
সারা রাত বাড়ির সামনেই পার্ক করা থাকে স্কুটি। সকালবেলা বাড়ি থেকে বেড়িয়ে, নিজের স্কুটি নিয়ে পুলিভেন্ডুলা রোড হয়ে রাজীব নগর কলোনিতে যাচ্ছিলেন নিজের ব্যক্তিগত কাজে। হঠাৎই স্কুটির সামনের অংশ থেকে বেরিয়ে আসছ একটা সাপ। দেখেই প্রথমে চমকে যান স্কুটির মালিক। ভয় পেয়ে তৎক্ষণাৎ স্কুটি থামিয়ে স্কুটি থেকে নেমে চেঁচাতে থাকেন তিনি। এর পরেই বাইকের মিস্ত্রিকে খবর দেন তিনি।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রাও। খবর পেয়ে এসে পৌঁছোন বাইকের মিস্ত্রিও। ১০ জনে মিলে ওই সাপটিকে বার করার চেষ্টা চালাতে থাকেন। বাধ্য হয়ে স্কুটির সব অংশ খুলে ফেলেন তাঁরা। কিন্তু কিছুতেই সাপটিকে বার করতে পারছিলেন না তাঁরা। স্কুটির পাইপের মধ্যে ঢুকে বসেছিল সেই সাপ। শেষে অবশ্য অনেক চেষ্টায় সেই সাপটিকে বার করা সম্ভব হয়। জানা যায় মাঝে মধ্যেই ওই এলাকায় এই রকম সাপ বেরোয়। তাই সাবধান থাকার কথাও বলা হয়েছে। বিশেষ করে এই সময় বেশি সাবধান হওয়া উচিত।
