নয়া দিল্লি: একে তো হরিয়ানায় হারের ধাক্কা, তার উপরে এবার জোটসঙ্গীরাও মুখ ফেরাচ্ছে কংগ্রেসের দিক থেকে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই বড় সিদ্ধান্ত আম আদমি পার্টির। আসন্ন দিল্লি লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে যাবে না আপ। আজ দলের মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর এই কথা সাফ জানিয়ে দেন।
লোকসভা নির্বাচনের মতো হরিয়ানা বিধানসভা নির্বাচনেও জোটে লড়তে চেয়েছিল আম আদমি পার্টি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কংগ্রেস। ভোটের রেজাল্টে ভরাডুবির পর এবার বদলা নিতে প্রস্তুত আপ-ও। কেজরীবালের দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, তারাও দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়বে না।
এ দিন আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেন, “দিল্লিতে আপ কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোট বাঁধবে না। লোকসভা নির্বাচনে দিল্লি ও উত্তর প্রদেশে কংগ্রেসকে অতিরিক্ত সিট দেওয়া সত্ত্বেও হরিয়ানায় সমাজবাদী পার্টি বা আম আদমি পার্টিকে কোনও সুবিধা দেয়নি কংগ্রেস। ওদের অত্যাধিক আত্মবিশ্বাসই হারের কারণ।”
প্রসঙ্গত, হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। তৃতীয়বার সরকার গড়তে চলেছে তারা। অন্যদিকে, শুরুতে জয়ের সম্ভাবনা থাকলেও শেষ অবধি কংগ্রেসের ঝুলিতে ৩৭টি আসন এসেছে। সেখানেই আম আদমি পার্টি ৮৮টি আসনে প্রার্থী দিলেও, একটিতেও জিততে পারেনি।