নয়া দিল্লি: গতকাল আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকেই নাকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গৃহবন্দি করে রাখা হয়েছে। কোনও মিটিংয়ে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। ভারত বনধের সকাল বেলা টুইট করে এই অভিযোগ করেছে আম আদমি পার্টি। কিন্তু এই অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লি পুলিস (Delhi police)।
This claim of CM Delhi being put on house arrest is incorrect. He exercises his right to free movement within the law of the land. A picture of the house entrance says it all.@DelhiPolice @LtGovDelhi pic.twitter.com/NCWBB9phDS
— DCP North Delhi (@DcpNorthDelhi) December 8, 2020
আম আদমি পার্টির পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, “গতকাল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গৃহবন্দি করে রেখেছে বিজেপির দিল্লি পুলিস। কাউকেই তাঁর বাড়িতে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।” আম আদমি পার্টির এ-ও দাবি, মুখ্যমন্ত্রীর বাসভবন নাকি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কৃষক আন্দোলনের সমর্থনে ফের অনশন অশীতিপর অন্নার
কিন্তু আম আদমি পার্টির এই দাবি ধোপে টিকতে দেননি দিল্লি পুলিসের (Delhi police) ডেপুটি কমিশনার। তিনি জানিয়েছেন, আম আদমি পার্টির এই বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরীবাল গতকাল সন্ধেয় ৮ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। ১০ টা নাগাদ ফিরে এসেছিলেন। কোনও সমস্যাই হয়নি।”