
নয়া দিল্লি: প্রথমে ভর্তি ছিলেন কলকাতায়। কিন্তু, শেষ পর্যন্ত নিয়ে যেতে হয় দিল্লিতে। বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পুরোপুরি সুস্থ না হলেও অবস্থা মোটের উপর স্থিতিশীল। তবে এখনও অগ্নাশয়ে সমস্যা রয়েছে।
কলকাতায় অনেক টেস্ট হয়েছিল। সেগুলির রিপোর্ট আগেই এসেছিল। তবে দিল্লি যাওয়ার পর সেখানে নতুন করে সব টেস্ট হয়েছে। সেগুলির রিপোর্ট এসেছে। তাতে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। ফলে এখনও বেশ কিছুদিন থাকতে হচ্ছে হাসপাতালেই। তৈরি হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল এক্সপার্ট কমিটি। তাঁদের তত্ত্বাবধানে দেখভাল হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অগ্নাশয়ে যেহেতু সমস্যা রয়েছে তাই এখনও কোনওভাবেই কোনও শক্ত খাবার খাওয়া যাবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
তলপেটে সমস্যা নিয়ে গত শনিবার রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন বিচারপতিকে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। যদিও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় পরিবারের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। তবে আগে থেকেই তাঁর ডায়বেটিসের সমস্যা রয়েছে, তাই নতুন রোগ নিরাময় হতে বেশ কিছু বেশি সময় লাগছে বলে মনে করছেন চিকিৎসকরা।