Abhishek at Delhi: ‘পশ্চিমবঙ্গে সবথেকে কম নাম বাদ গেল কেন জানেন?’, বুঝিয়ে দিলেন অভিষেক

Abhishek Banerjee: এদিন অভিষেক-সহ তৃণমূলের ১০ সাংসদ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। সেখানে এসআইআর সংক্রান্ত একাধিক প্রসঙ্গ উত্থাপন করেন তিনি।

Abhishek at Delhi: পশ্চিমবঙ্গে সবথেকে কম নাম বাদ গেল কেন জানেন?, বুঝিয়ে দিলেন অভিষেক
Image Credit source: TV9 Bangla

Dec 31, 2025 | 7:27 PM

নয়া দিল্লি: ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে আর বেশি বাকি নেই। তার আগেই এসআইআর আবহে অন্য ‘লড়াই’ শুরু হয়ে গিয়েছে। সেই লড়াই যে হালকাভাবে নেওয়া যাবে না, বুধবার দিল্লি থেকে দেশের সব বিরোধী দলকে সেই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটে বুথে নয়, ময়দানে লড়াইটা শুরু হয়ে গিয়েছে। কীভাবে তৃণমূল সেই লড়াই লড়ছে, সেই বর্ণনাও দিয়েছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “চুরি ভোটার লিস্টে হচ্ছে। লড়াইটা বিএলএল দের লড়তে হবে। যারা ভোটের দিন বুথে বসবে, এটা তাদের লড়াই। নির্ঘণ্ট থেকে নয়, এসআইআর থেকে ভোটের লড়াই শুরু।”

কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলগুলিকে বার্তা দিয়ে অভিষেক বলেন, “আমি সবাইকে বলব, এক ইঞ্চিও জায়গা যেন না ছাড়া হয়। ভোটের সময় দেখে নেব, এরকম ভাবলে চলবে না। লড়াইটা মিডিয়ার সামনে নয়, ময়দানে লড়তে হবে। শুধু অভিযোগ তুললে হবে না। করে দেখাতে হবে। আমরা করে দেখিয়েছি।”

১ কোটি বাংলাদেশি বাদ যাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা। সে কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, “পশ্চিমবঙ্গে সবথেকে কম নাম বাদ গেল। কীভাবে জানেন? কারণ, ৮০ হাজার বিএলএ কাজ করেছে। আমরা যদি মিডিয়ার সামনে কথা বলতাম আর জ্ঞান দিতাম, তাহলে এটা হত না।”

এদিন অভিষেক-সহ তৃণমূলের ১০ সাংসদ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। সেখানে এসআইআর সংক্রান্ত একাধিক প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। ভোটার তালিকাতেই কীভাবে ভোট চুরি হচ্ছে, সে বিষয়ে ব্যাখ্যা দেন।