Kamal Haasan: প্রোমোশন! রুপালি পর্দা থেকে এবার সংসদে দেখা যাবে কমল হাসানকে
Kamal Haasan: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই ডিএমকে জোটে যোগ দিয়েছিল কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়াম। সেই সময় কমল হাসান শর্ত দিয়েছিলেন যে হয় তিনি লোকসভা নির্বাচনে লড়বেন, নাহলে রাজ্যসভায় আসন নেবেন।

চেন্নাই: অভিনয়ে সঙ্গে সঙ্গে রাজনীতির আঙিনাতেও এখন পরিচিত মুখ কমল হাসান। এবার তাঁকে দেখা যাবে সংসদেও। রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়ম দলের প্রধান কমল হাসান।
তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র সঙ্গে চুক্তি অনুযায়ীই সংসদে যেতে চলেছেন কমল হাসান। আগামী ১৯ জুন ৮ রাজ্যসভা আসনের নির্বাচন হতে চলেছে। এর মধ্যে ৬টি আসন তামিলনাড়ুর। ২টি অসমের।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই ডিএমকে জোটে যোগ দিয়েছিল কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়াম। সেই সময় কমল হাসান শর্ত দিয়েছিলেন যে হয় তিনি লোকসভা নির্বাচনে লড়বেন, নাহলে রাজ্যসভায় আসন নেবেন। শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে লড়েননি কমল হাসান। চুক্তি অনুযায়ীই রাজ্যসভার আসন পাওয়ার কথা ছিল কমল হাসানের। সেই আসনই এবার পেতে চলেছেন তিনি। রাজ্যসভায় তাঁকে মনোনীত প্রার্থী হিসাবে পাঠানো হবে।
এই বছরের শুরুতেই কমল হাসান সংসদে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, “এই বছর আমাদের কণ্ঠ সংসদে শোনা যাবে। আগামী বছর রাজ্য বিধানসভাতে আপনাদের কণ্ঠ শোনা যাবে।”
প্রসঙ্গত, ২০১৮ সালে কমল হাসান যখন রাজনীতিতে পা রাখেন এবং এমএনএম তৈরি করেন, তখন কিন্তু তিনি তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকে-র বিকল্প পার্টি হিসাবেই পরিচয় দিয়েছিলেন।

