নয়া দিল্লি: প্য়ারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখে ক্ষুব্ধ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তাঁর প্রশ্ন, ‘সেক্স কি বেডরুমে সীমাবদ্ধ রাখা যায় না?’। কিন্তু কেন তিনি এত রেগে গেলেন? এমন প্রশ্নই বা করতে হল কেন তাঁকে?
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাগ কুইন থিমে প্যারোডি প্রদর্শন করা হয়েছিল। থিম ছিল “দ্য লাস্ট সাপার”। যিশুখ্রীষ্টের শেষ ভোজ নিয়ে এই ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তার ভিত্তিতেই ওই প্যারোডি প্রদর্শন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠান দেখেই ক্ষুব্ধ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
ইন্সটাগ্রাম পোস্টে কঙ্গনা রানাউত ওই অনুষ্ঠানকে “হাইপার সেক্সুয়ালাইজড” বলে উল্লেখ করেছেন। কঙ্গনা লিখেছেন, ড্রাগ কুইনদের অনুষ্ঠানে শিশুদের ব্যবহার করা হয়েছিল। একজন নগ্ন ব্যক্তিকে নীল রঙ করে তাঁকে যিশুখ্রীষ্ট বানানো হয়েছিল। খ্রিস্টান ধর্মের মজা ওড়ানো হয়েছে।
বিজেপি সাংসদ আরও লেখেন, “অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সবকিছুই হোমোসেক্সুয়াল কেন্দ্রিক ছিল। আমি হোমোসেক্সুয়ালিটির বিরোধী নই কিন্তু আমি বুঝতে পারছি না যে অলিম্পিকের সঙ্গে সেক্সুয়ালিটির কী সম্পর্ক? সেক্স কি বেডরুমের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না?”