AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani: পূর্ব-পশ্চিম বাণিজ্য করিডোরে বাড়বে প্রভাব, বড় ঘোষণা আদানিদের

Adani: রফতানির কাজেই ব্যবহৃত হয় এই সুবিশাল টার্মিনাল। এর বার্ষিক বহন ক্ষমতা শুনলে অবাক হতে পারেন অনেকেই। খাতায় কলমে যা একেবারে ৫০ মিলিয়ন টন। টার্মিনালটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উত্তর কুইন্সল্যান্ডের বন্দর অ্যাবট পয়েন্টে রয়েছে।

Adani: পূর্ব-পশ্চিম বাণিজ্য করিডোরে বাড়বে প্রভাব, বড় ঘোষণা আদানিদের
বড় ঘোষণা আদানিদের Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 11:22 PM
Share

কলকাতা: বড় ঘোষণা করে দিল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ)। বৃহস্পতিবার সিঙ্গাপুরের কারমাইকেল রেল অ্যান্ড পোর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের (CRPSHPL) থেকে অ্যাবট পয়েন্ট পোর্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড (APPH) অধিগ্রহণের ঘোষণা করেছে। তা নিয়েই এখন জোর চর্টা বিশ্বজুড়ে। APPH মূলত উত্তর কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনালের মালিক। পাশাপাশি উত্তর কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনালও পরিচালনা করে। 

রফতানির কাজেই ব্যবহৃত হয় এই সুবিশাল টার্মিনাল। এর বার্ষিক বহন ক্ষমতা শুনলে অবাক হতে পারেন অনেকেই। খাতায় কলমে যা একেবারে ৫০ মিলিয়ন টন। টার্মিনালটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উত্তর কুইন্সল্যান্ডের বন্দর অ্যাবট পয়েন্টে রয়েছে। APSEZ জানিয়েছে গোটা লেনদেনে নগদের কোনও ব্যবহার হচ্ছে না। তাঁদের পক্ষ থেকে CRPSHPL-কে ১৪.৩৮ কোটি ইক্যুইটি শেয়ার ইস্যু করা হচ্ছে। পরিবর্তে সুদ-আসল হিসাব করে APPH-কে ‘সম্পূর্ণভাবে’ অধিগ্রহণ করা হবে। 

APSEZ-এর পূর্ণ সময়ের ডাইরেক্টর তথা সংস্থার সিইও অশ্বিনী গুপ্তা এই পদক্ষেপ তাঁদের সংস্থা আগামীতে বড় লাভ দেবে বলেই মনে করছেন। আন্তর্জাতিক বাজারে প্রভাব বৃদ্ধির পাশাপাশি তাঁদের আন্তর্জাকির গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক রক্ষাতেও অক্সিজেন জোগাবে বলে তাঁর মত। তিনি বলছেন, “NQXT-এর অধিগ্রহণ আমাদের আন্তর্জাতিক কৌশলগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পূর্ব-পশ্চিম বাণিজ্য করিডোরে এর অবস্থান নতুন রফতানি বাজার খোলা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে এর বড় ছাপ ফেলবে।”